For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ‘বিশিষ্ট’ মুখের খোঁজে! ‘তৎকাল’ নেতাদের তৎপরতা শাহের সফরের আগে

বিজেপি ‘বিশিষ্ট’ মুখের খোঁজে! ‘তৎকাল’ নেতাদের তৎপরতা শাহের সফরের আগে

Google Oneindia Bengali News

বিজেপি 'বিশিষ্ট' মুখের খোঁজে! 'তৎকাল' নেতাদের তৎপরতা শাহের সফরের আগে বাংলায় কার নেতৃত্বে লড়বে বিজেপি, কে হবেন বাংলার মুখ- সেই নাম এখনও খুঁজে পায়নি গেরুয়া শিবির। এবার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন বাংলায়। তিনি বাংলার মুখ খুঁজে দেবেন। সেইসঙ্গে বিশিষ্ট মুখেরও চাহিদা বিজেপিতে। তা খুঁজতে বেরিয়ে পড়েছে বিজেপি। ইতিমধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎও করেছেন বিজেপি নেতারা।

কৈলাশ-মুকুল-অর্জুনরা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে

কৈলাশ-মুকুল-অর্জুনরা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে

অমিত শাহ বাংলার বিশিষ্ট মানুষদের সঙ্গে বৈঠকে বসতে চান। সেই লক্ষ্যেই বিজেপি এখন বাংলায় হন্যে হয়ে খুঁজছেন বিশিষ্ট মুখ। সেই খোঁজেই বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে তৎকাল বিজেপি নেতা মুকুল রায় ও অর্জুন সিং গিয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। সেখানে বিশিষ্ট সঙ্গীত সাধক অজয় চক্রবর্তীর সঙ্গে তাঁদের কথা হয়।

বিজেপির নজরে বাংলার বুদ্ধিজীবী-শিল্পী-সাহিত্যিক-চিকিৎসকরা

বিজেপির নজরে বাংলার বুদ্ধিজীবী-শিল্পী-সাহিত্যিক-চিকিৎসকরা

মুকুল রায়-কৈলাশ বিজয়বর্গীয়রা বাংলার বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক-সহ বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলে অমিত শাহের সঙ্গে বৈঠকে শামিল করতে চাইছেন। সেই লক্ষ্য নিয়েই মুকুল-কৈলাশ-অর্জুনরা গিয়েছিলেন সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়ি। আরও অনেকের কাছে যাবেন তাঁরা। এখন দেখার বাংলার বিশিষ্টরা কতখানি গেরুয়া শিবিরের দিকে ঝোঁকেন।

আদি নেতারা নির্লিপ্ত, মুকুল-অর্জুনদের মতো তৎকালরা অগ্রণী

আদি নেতারা নির্লিপ্ত, মুকুল-অর্জুনদের মতো তৎকালরা অগ্রণী

অমিত শাহের সফরকে সামনে রেখে বিজেপি ফের সম্পর্ক অভিযান শুরু করেছে। এর আগে ২০১৯-এ এই অভিযান শুরু করেছিল তারা। এবারও সম্পর্ক অভিযান করে বিশিষ্টদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। তবে এবার কিন্তু অনেক ফাঁক চোখে পড়েছে বিজেপির এই অভিযানে। বিজেপির আদি নেতারা নির্লিপ্ত। এবার মুকুল রায়, অর্জুন সিংদের মতো তৎকাল নেতারা অগ্রণী।

বুদ্ধিজীবীদের ফের কাছে টানতে উদ্যোগ শুরু বিজেপির

বুদ্ধিজীবীদের ফের কাছে টানতে উদ্যোগ শুরু বিজেপির

এর আগে বিজেপি বাংলার বিশিষ্টদের কাছে পৌঁছতে নানা উদ্যোগ গ্রহণ করেছিল। নানা সভা-সেমিনার হয়েছিল। অমিত শাহও বৈঠক করে গিয়েছিলেন তাঁদের নিয়ে। কিন্তু বিশিষ্টদের তরফে তেমন কোনও সাড়া পাওয়া যায়নি। বুদ্ধিজীবীদের ফের কাছে টানতে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। তবে তেমন কোনও সাড়া না পাওয়ায় এবার অমিত শাহ শুধু এই প্রক্রিয়া সারবেন অজয় চক্রবর্তীর বাড়ি গিয়ে।

বিজেপির বুদ্ধিজীবী সম্পর্ক-অভিযানকে কটাক্ষ তৃণমূলের

বিজেপির বুদ্ধিজীবী সম্পর্ক-অভিযানকে কটাক্ষ তৃণমূলের

তৃণমূল কংগ্রেস বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করে জানান, যাঁদের নিয়ে বিজেপি গানের জগতের দিকপাল অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেছে, তাদের কারও কারও সঙ্গে গান আর রাগের অর্থের ফারাক আছে। কারও কারও কাছে গান মানে বন্দুক আর রাগ মানে ক্রোধ। তবুও নাকি আলোচনা হয়েছে সঙ্গীত বিশারদ অজয় চক্রবর্তীর সঙ্গে!

একাধিক ইস্যুতে আলিপুরে ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ বিক্ষোভএকাধিক ইস্যুতে আলিপুরে ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ বিক্ষোভ

English summary
BJP targets Bengal’s eminent artist Pandit Ajoy Chakraborty before Amit Shah’s tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X