For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকার বদলালেও বদলায়নি সমস্যা, অঙ্ক কষে লোকসভার ভোট-প্রচারে টেক্কা বিজেপির

যত ভোট এগিয়েছে, ততই বিজেপি শক্তিধর প্রতিপক্ষ হয়ে উঠেছে এ রাজ্যে। মমতার বাংলায় শেষ দফায় যখন রাজধানী কলকাতা ও কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা জেলায় ভোট, তখনও বিজেপি লড়াই দিয়ে যাচ্ছে সমান তালে।

Google Oneindia Bengali News

যত ভোট এগিয়েছে, ততই বিজেপি শক্তিধর প্রতিপক্ষ হয়ে উঠেছে এ রাজ্যে। মমতার বাংলায় শেষ দফায় যখন রাজধানী কলকাতা ও কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা জেলায় ভোট, তখনও বিজেপি লড়াই দিয়ে যাচ্ছে সমান তালে। প্রচারে-প্রসারে বামফ্রন্টকে টেক্কা দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চ্যালেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছে বিজেপি।

অঙ্ক কষেই প্রচারে টেক্কা

অঙ্ক কষেই প্রচারে টেক্কা

আর এই লড়াইয়ে অঙ্ক কষেই এগিয়েছে বিজেপি। যার ফলে বহু ক্ষেত্রেই নরেন্দ্র মোদী-অমিত শাহদের শক্তশালী মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও। অন্তত প্রচার-পরিকল্পনায় যে বিজেপি পিছনে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে বাংলার মানুষের জন্য গালভরা প্রতিশ্রুতিও দিয়ে রাখছেন। এবং তা করছেন তৃণমূলের দুর্বলতার সুযোগ নিয়েই।

তৃণমূলে না-খুশ ভোটারদের টার্গেট

তৃণমূলে না-খুশ ভোটারদের টার্গেট

বিজেপি সভাপতি অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ঘুঁটি সাজিয়েছেন পরিকল্পনা করেই। সভাস্থল, রোড শো- সবকিছুই হয়েছে সেইসব পরিকল্পনামাফিক। তৃণমূলে না-খুশ ভোটারদের টার্গেট করা হয়েছে। এককথায় কৌশলে মাত দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে লোকসভা ভোটে বিজেপির প্রচার-পরিকল্পনায়।

কেন্দ্রের উন্নয়ন ও দুর্নীতি-বিরোধী ভাবমূর্তি

কেন্দ্রের উন্নয়ন ও দুর্নীতি-বিরোধী ভাবমূর্তি

নির্বাচনের শেষ দফায় কলকাতা এবং কলকাতা-সংলগ্ন জেলায় ন'টি আসনে ভোট। এই ন-টি কেন্দ্রই তৃণমূলের শক্তঘাঁটি। কিন্তু সেই শক্তঘাঁটিতেই বিজেপি এবার দারুন সম্ভাবনা তৈরি করেছে। কেন্দ্রের পক্ষের উন্নয়ন ও দুর্নীতি-বিরোধী ভাবমূর্তি তুলে ধরে বাঙালি ভোটারদের বিশ্বাসকে জয় করতে অত্যুৎসাহী তারা।

শিল্প আসেনি, কর্মসংস্থানও তৈরি হয়নি

শিল্প আসেনি, কর্মসংস্থানও তৈরি হয়নি

ভোট প্রচারে বিজেপি তুলে ধরেছে, পশ্চিমবঙ্গে শিল্প আসেনি। ফলে কর্মসংস্থানও তৈরি হয়নি। ফেল শিক্ষিত সমাজ চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিজেপিও সেভাবে দেশে চাকরির সুযোগ তৈরি করতে না পারলেও, এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগরে মানুষ গ্রহণ করেছে বলেই মনে হয় প্রচারসভায় জনতার ঢল দেখে।

তৃণমূলের দুর্বল জায়গায় আঘাত

তৃণমূলের দুর্বল জায়গায় আঘাত

যদিও ভোটটা লোকসভা, তথাপি রাজ্যের ইস্যুগুলোকে তুলে ধরে বিজেপি অনেকটাই তৃণমূলের দুর্বল জায়গায় আঘাত করতে সম্ভবপর হয়েছে। টার্গেট করেছে যুব সমাজকে, ব্যবসায়ীদের, ক্ষেতমজুরদেরও। আর ভদ্রলোক শ্রেণির মানুষকেও তারা বোঝানোর চেষ্টা করেছে রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে।

সরকার বদলালেও সমস্যা বদলায়নি

সরকার বদলালেও সমস্যা বদলায়নি

সরকার বদলালেও রাজ্যের সমস্যা বদলায়নি। এটা একটা মস্ত বড় ক্যাচিং লাইন বিজেপির পক্ষে। বামফ্রন্ট আমলেও যা ছিল, বেশ কিছু ক্ষেত্রে যে তৃণমূল আমনেও তা আছে, সেইসব পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বহু ক্ষেত্রে সফলও হচ্ছে তারা। রাজ্য সরকার যে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে, সেগুলি তুলে ধরে ভোট যুদ্ধে এগোচ্ছে বিজেপি।

রাজ্যের শিল্প প্রবৃদ্ধি বিকৃত

রাজ্যের শিল্প প্রবৃদ্ধি বিকৃত

বিজেপির কথায়, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শাসনামলে বাংলার এক-সমৃদ্ধ অর্থনীতি ধ্বংস হয়ে যায়। বামপন্থীরা ৩৪ বছর বাংলার শাসনক্ষমতায় থেকে বড় কিছু দিতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনে শিল্পের আগমনের একটা সম্ভাবনা তবু তৈরি হয়েছিল, কিন্তু ট্রেড ইউনিয়নের অবাধ নিয়ন্ত্রণ রাজ্যের শিল্প প্রবৃদ্ধিকে বিকৃত করেছে।

মমতাও সেই একই পথের পথিক

মমতাও সেই একই পথের পথিক

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও সে অর্থে কোনও বড় শিল্প আনতে পারেননি বাংলায়। ফলে সাঁর আট বছরে বাংলার যুব সমাজ কিছুই পায়নি। বাংলায় ক্ষমতায় এসে মা-মাটি-মানুষের সরকার বলে স্লোগান তুললেও বাংলায় মানুষের সম্মান, গৌরব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কিছুই করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যর্থতাকেই বড় করে দেখাতে চাইছে বিজেপি।

বিজেপির লুক ইস্ট নীতি

বিজেপির লুক ইস্ট নীতি

বিজেপি লোকসভা নির্বাচনের আগেই লুক ইস্ট নীতি নিয়েছিল। বিজেপির টার্গেটই হল বাংলা, বিহার ও ওড়িশার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও। এখান থেকে যত বেশি সম্ভব আসন দখল করা বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যে বিজেপি এবার বাংলাকেও টার্গেট করেছে। গতবার বিজেপি মাত্র ২টি আসনে জিতেছিল, এবার বিজেপির টার্গেট অন্তত ২৩ আসনে জয়।

আশার প্রদীপ জ্বেলেছিল পঞ্চায়েতের ফল

আশার প্রদীপ জ্বেলেছিল পঞ্চায়েতের ফল

বিজেপির এই টার্গেটপূরণে আশার প্রদীপ জ্বেলেছিল পঞ্চায়েত ভোটের ফলাফল। ঝাড়গ্রাম, যা তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি। এই জেলা থেকে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৮০৬ গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৩২৯ আসনে জিতেছিল। সেই জয়ই বিজেপির মনোবল তুঙ্গে তুলে দিয়েছে। তারা তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর সাহস পেয়ে গিয়েছে। ফলে বিজেপি এবার প্রচার-উন্মাদনায় টেক্কা দিচ্ছে বিজেপিকেও।

English summary
BJP targets Bengal and outmatches TMC in vote campaign in Lok Sabha in WB. BJP is ahead in campaign against Mamata Banerjee also in her Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X