For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐশী ঘোষের সভায় বাধা, জয় শ্রীরাম স্লোগান, গ্রেফতার তিন, পাল্টা বিজেপির বিক্ষোভ

ঐশী ঘোষের সভায় জয় শ্রীরাম স্লোগান, গ্রেফতার তিন

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার সিপিআইএম (cpim) প্রার্থী ঐশী ঘোষের (aishe ghosh) সভায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পাশাপাশি প্রার্থীর ওপরেও হামলার চেষ্টার অভিযোগ। এই ঘটনায় তিন বিজেপি (bjp) কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সেই গ্রেফতারির প্রতিবাদে জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। যার নেতৃত্বের ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থীও।

মঙ্গলবার রাতে সভায় গণ্ডগোল

মঙ্গলবার রাতে সভায় গণ্ডগোল

মঙ্গলবার রাতে জামুড়িয়ার নিউ সাতগ্রাম এলাকায় সভা করছিলেন ঐশী ঘোষ। সেই সময়ই সভার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দশ থেকে বারো জন সভার মধ্যে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। সঙ্গে ঐশী ঘোষের নাম করেও কটূ কথা বলা হয় বলে অভিযোগ। যদিও পাল্টা হামলায় না গিয়ে সিপিএম নেতারা সভার কাজ চালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সভায় থাকা বেশিরভাগ বাম সমর্থনও চেয়ার ছেড়েও ওঠেননি। আর মঞ্চ থেকে ঐশা সব কিছুই লক্ষ্য করেন। বেশ কিছুক্ষণ পরে স্লোগানকারীরা এলাকা ছাড়ে।

ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবি

ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবি

এদিকে এই ঘটনার জেরে সিপিএম-এর তরফে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ঐশী ঘোষের নিরাপত্তা বাড়ানোর দাবিও তোলা হয়। সিপিএম-এর তরফ থেকে জানানো হয়েছে, পুলিশের অনুমতি নিয়েই সভা করা হয়েছে। যদিও এই ঘটনার সময় সেখানে থাকা পুলিশকর্মীরা এগিয়ে আসেননি বলে অভিযোগ তোলা হয়েছে সিপিএম-এর তরফে।

গ্রেফতার তিন, বিক্ষোভ বিজেপির

গ্রেফতার তিন, বিক্ষোভ বিজেপির

এই ঘটনায় তিনি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই গ্রেফতারির প্রতিবাদ করে জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বিক্ষোভ চলে। থানার সামনে বসেই হয় বিক্ষোভ। মিথ্যা অভিযোগে গ্রেফতারের অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। সিপিএম-এর তরফে মিথ্যা অভিযোগ করা হয়েছে, পাল্টা অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।

ঐশী ঘোষের প্রতিক্রিয়া

ঐশী ঘোষের প্রতিক্রিয়া

ওই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ বলেছেন, তারা পুলিশের অনুমতি নিয়েই সভার কাজ করছিলেন। পাকিস্তানের এজেন্ট বলেও অভিযোগ তোলা হয়। পাশাপাশি তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তিনি করেছেন সংবাদ মাধ্যমের কাছে।

বিজেপি শহর-দখলে ভদ্র-সমাজের মন জয়ে উদ্যোগী, নয়া অস্ত্রে শান একুশের ভোটেবিজেপি শহর-দখলে ভদ্র-সমাজের মন জয়ে উদ্যোগী, নয়া অস্ত্রে শান একুশের ভোটে

English summary
BJP targets Aishe Ghosh's meeting in Jamuria and interrupted with Jai shreeram slogan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X