For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ১৯টি আসন টার্গেট করেছে হারা ২৪টির মধ্যে, জেতা ১৮টির কী হাল তবে

২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যে থেকে ২৫টি আসন জয়ের টার্গেট রেখেছে বিজেপি। গতবার যেখানে ১৮টি আসনে জিতেছিল বিজেপি, এবার সেখানে আরও সাতটি বেশি জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামছে পদ্মশিবির।

  • |
Google Oneindia Bengali News

২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যে থেকে ২৫টি আসন জয়ের টার্গেট রেখেছে বিজেপি। গতবার যেখানে ১৮টি আসনে জিতেছিল বিজেপি, এবার সেখানে আরও সাতটি বেশি জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নামছে পদ্মশিবির। তবে এই লক্ষ্যমাত্রার পৌঁছতে গতবার হারা ১৯টি লোকসভা আসনকে টার্গেট করেছে তারা।

২০১৯-এর ভোটে বিজেপি ১৮টি আসনে জিতেছিল, হেরেছিল ২৪টি আসনে। এই ২৪টির মধ্যে বিজেপি এবার ১৯টি আসনে জিততে গেমপ্ল্যান সাজাচ্ছে। এবার বিজেপি গোটা ভারতজুড়েই হারা আসনকে টার্গেট করছে। বাংলাও তার বাইরে নয়। বাংলাতেও হারা আসনগুলি থেকে অধিকাংশ জয় পেতে তারা বদ্ধপরিকর।

বিজেপির ১৯ আসনে টার্গেট হারা ২৪টির মধ্যে, জেতা ১৮টির কী হাল

এখানে প্রশ্ন হারা ২৪টি আসন থেকে যদি ১৯টিতে জয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়, তবে জেতা ১৮টি থেকে বিজেপির টার্গেট কি মাত্র তাহলে ৬টি আসন? অর্থাৎ গতবার জেতা ১২টি আসন তারা এবার হারাতে চলেছে! বিজেপি মনে করছে, তারা বাংলায় গতবারের থেকে আরও বেশি আসনে জিতবে, কিন্তু বেশিরভাগই হারা আসন থেকে।

রাজনৈতিক মহল মনে করছে, হারা আসনকে টার্গেট করা বিজেপির একটা কৌশল। সেই কৌশল কাজে লাগিয়ে আরও বেশি আসনে জয় হাসিল করতে চাইছে তারা। হারা কেন্দ্রের মধ্যে বেশি আসনে জেতার টার্গেট করে জেতা আসনে সাফল্য কম দেখিয়ে বিজেপি অঙ্কের খেলায় হিসেব ঘেঁটে দিতে চাইছে।

বিজেপি হারা আসনকে টার্গেট করে নতুন কর্মসূচি চালু করেছে। সেই কর্মসূচিতে জেপি্ নাড্ডার পর রাজ্যে সভা করতে আসছেন অমিত শাহ। তিনিও ফের কোনও হারা আসনকে টার্গেট করে সভা করবেন। সেই কেন্দ্রের হালহকিকৎ বোঝার চেষ্টা করবেন। এবং বঙ্গীয় নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাবেন।

এবার আর মুসলিম সংখ্যালঘু ভোটকে উপেক্ষা করতে চাইছে না বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় কর্মসমিতির বৈঠকে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি যাওয়ার বার্তা দিয়েছেন। ভোটের আশা না করেই বিজেপিকে যেতে হবে সংখ্যালঘুদের দুয়ারে। বাংলায় সেই অভ্যাস শুরু করার চেষ্টা করছে বিজেপি।

উল্লেখ্য বিজেপি ২০১৯-এর লোকসভায় ১৮টি আসনে জিতলেও বর্তমানে আসানসোল তাদের হাতছাড়া হয়েছে। বারাকপুরও কার্যত তাদের হাতছাড়া। সেই নিরিখে রাজ্যে বিজেপির হারা আসন এই মুহূর্তে ২৬। আর তার মধ্যে ১১টি আসন রয়েছে, যেখানে জয় ও হারের ব্যবধান এক লাখেরও কম। সেই ১১ আসনকে এবার টার্গেট করছে বিজেপি। এই হিসেবে এখন ৮টি কেন্দ্র তারা টার্গেট করেছে হারা আসনের মধ্যে। আর ৫টি আসনকে তারা টার্গেট করছে না।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি যা টার্গেট তাতে সোজা হিসেবে ১৮টি জেতা আসন ধরে রাখা ছাড়াও আরও সাতটি আসন জিততে হবে। এখানে উল্লেখ্য, ২০১৯-এ জেতা ১৮টি আসনের মধ্যে ২০২১-এ বেশিরভাগ আসনেই বিজেপি মাইনাস হয়ে গিয়েছে। তাই তারা এবার টার্গেট করছে হারা আসনকে।

English summary
BJP targets 19 seats of losing 24 Loksabha in West Bengal and questions in winning 18.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X