For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়া ভোটে থাবা বসাতে কৌশলী চাল বিজেপির! তৃণমূল মাত কৈলাশের এক ঢিলে

মতুয়া ভোটে থাবা বসাতে কৌশলী চাল বিজেপির! তৃণমূল মাত কৈলাশের এক ঢিলে

Google Oneindia Bengali News

রাজ্যে ৩০টি আসনে প্রার্থী চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন শান্তনু ঠাকুর। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি। সোমবার পর্যন্ত ঘোষিত ২৮২টি আসনের প্রার্থী তালিকায় কোনও মতুয়া সম্প্রদায়ের প্রার্থী ছিল না। মতুয়া মহাসঙ্ঘের কড়া বিবৃতির পর বিজেপি প্রার্থী করল ঠাকুরবাড়ির সদস্যকে।

মতুয়াদের প্রার্থী করার আবেদন মঞ্জুর অবশেষে

মতুয়াদের প্রার্থী করার আবেদন মঞ্জুর অবশেষে

বিজেপি প্রতিশ্রুতিমতো নাগরিকত্ব প্রদান করেনি। তা নিয়ে শান্তনু ঠাকুর বেঁকে বসেছিলেন দীর্ঘদিন। নাগরিকত্বের প্যাঁচে বিজেপির মতুয়া ভোট হাতছাড়া হওয়ার জোগাড় হয়েছে। তারপর মতুয়াদের প্রার্থী করার আবেদন জানিয়েও অনুমোদন না মেলায় ক্ষোভ উগরে দিয়েছিলেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্যরা।

মঞ্জুলকৃষ্ণের বড় ছেলে সুব্রত ঠাকুর বিজেপি প্রার্থী

মঞ্জুলকৃষ্ণের বড় ছেলে সুব্রত ঠাকুর বিজেপি প্রার্থী

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর সাফ জানিয়েছিলেন, এবার আর জয় নিয়ে মতুয়া মহাসঙ্ঘের কোনও দায় থাকল না। সেই হুমকির পরই কৈলাশ বিজয়বর্গীয় আবার ছুটেছিলেন শান্তনু-মঞ্জুলদের দরবারে। সেখানে বৈঠকেই চূ়ড়ান্ত হয় মঞ্জুলকৃষ্ণের বড় ছেলে সুব্রত ঠাকুরকে প্রার্থী করার বিষয়টি।

মতুয়া মন বিজেপির সঙ্গে জুড়তে প্রার্থী সুব্রত

মতুয়া মন বিজেপির সঙ্গে জুড়তে প্রার্থী সুব্রত

এদিন মতুয়া ভোটের দিকে চেয়েই শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুররে গাইঘাটা থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সুব্রতকে প্রার্থী করে মতুয়া ভোটকে তাঁদের দিকে ফেরানোই চ্যালেঞ্জ বিজেপির। এখন দেখার মতুয়া মন বিজেপির সঙ্গে জোড়ে কি না আর ভোট-পাটিগণিতের ফল কোন দিকে যায়।

মতুয়াদের ৩০ আসনের দাবি না মানলেও...

মতুয়াদের ৩০ আসনের দাবি না মানলেও...

রাজ্যের ৩০টি আসনে মতুয়া ভোটারদের প্রাধান্য। তারাই সরাসরি জয় পরাজয় নির্ধারণ করে। আর বাকি ৪৫ থেকে ৫০টি আসনে মতুয়া-ভোট কিঞ্চিৎ ফ্যাক্টর। মতুয়াদের ৩০ আসনের দাবি না মানলেও সুব্রত ঠাকুরকে প্রার্থী করে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে। সুব্রত ঠাকর একবার হারলেও, এই কেন্দ্রে ২০১৯-এর লোকসভায় ৩৫ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি।

সুব্রত ঠাকুরকে প্রার্থী করা বিজেপির কৌশলী চাল

সুব্রত ঠাকুরকে প্রার্থী করা বিজেপির কৌশলী চাল

তৃণমূল এবার ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করেনি। মতুয়া সম্প্রদায়ের কাউকেই প্রার্থী করা হয়নি। তা নিয়ে চাপা ক্ষোভ তো রয়েইছে। মতুয়াগড় থেকে দাবি করা হয়েছিল মমতাবালা ঠাকুরকে প্রার্থী করা হোক। কিন্তু সেই দাবিকে আমল দেওয়া হয়নি। মতুয়াদের মধ্যেকার সেই ক্ষোভকে কাজে লাগাতে সুব্রত ঠাকুরকে প্রার্থী করা বিজেপির কৌশলী চাল।

সুব্রতকে প্রার্থী অনুঘটকের কাজ করতে পারে বিজেপির

সুব্রতকে প্রার্থী অনুঘটকের কাজ করতে পারে বিজেপির

বিজেপিও কোনও কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের কাউকে প্রার্থী করেনি। তা নিয়ে চাপানউতোরের পর সুব্রতকে প্রার্থী করা হয়। এখন তা অনুঘটকের কাজ করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বনগাঁ ও রানাঘাট লোকসভা এলাকার ১৪টি কেন্দ্রে বিজেপির এই কৌশলী সিদ্ধান্ত একটা বড় ফ্যাক্টর হবে।

১০২টি বিধানসভা কেন্দ্র এলাকায় মতুয়া প্রভাব এখন!

১০২টি বিধানসভা কেন্দ্র এলাকায় মতুয়া প্রভাব এখন!

বনগাঁ ও রানাঘাটের ১৪টি বিধানসভা কেন্দ্র ছাড়াও উত্তর পরগনার অশোকনগর, হাবড়া, সন্দেশখালি, পূর্ব বর্ধমানের জামানপুর, কালনা, রায়না-সহ মোট ৩০ আসনে মতুয়ারা নির্ণায়ক শক্তি। উত্তরবঙ্গের মালদহ ও জলপাইগুড়িতেও মতুয়া ভোটব্যাঙ্ক রয়েছে। মতুয়াদের একাংশের দাবি, রাজ্যের ৮৯টি থেকে বেড়ে এখন ১০২টি বিধানসভা কেন্দ্র এলাকায় মতুয়ারা থাকেন।

<strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি</strong>অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

সোভিয়েতদেরও কমিউনিজমে মোহ ভঙ্গ হয়েছিল! বামদুর্গে পদ্ম ফোটানোর ছক অশোক লাহিড়ীরসোভিয়েতদেরও কমিউনিজমে মোহ ভঙ্গ হয়েছিল! বামদুর্গে পদ্ম ফোটানোর ছক অশোক লাহিড়ীর

English summary
BJP takes strategic game-plan to defeat TMC capturing Matua vote in Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X