For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসের পুরসভায় প্রতি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি! অভিনব শপথ জয়ের লক্ষ্যে

২০১৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় জয়জয়কার হয়েছে বিজেপির। এবার লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়া পুরসভা জিততে মরিয়া গেরুয়া শিবির।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় জয়জয়কার হয়েছে বিজেপির। এবার লক্ষ্য ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়া পুরসভা জিততে মরিয়া গেরুয়া শিবির। সম্প্রতি নারকেল ফাটিয়ে অঙ্গীকারবদ্ধ হলেন বিজেপি নেতানেত্রীরা। বাঁকুড়া শহরে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুভাষ সরকার থেকে শুরু করে বিজেপির জেলা নেতারা।

সমস্ত ওয়ার্ডে এগিয়ে বিজেপি

সমস্ত ওয়ার্ডে এগিয়ে বিজেপি

২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়া পুরসভার প্রায় সমস্ত ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। সেই কারণেই ২০২০ সালের নির্বাচনে এই পুরসভা দখলে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। নারকেল ফাটিয়ে শপথ নেওএয়ার পর লাড্ডু বিতরণও করা হয় জনতার মাঝে।

নারকেল ফাটিয়ে অঙ্গীকার

নারকেল ফাটিয়ে অঙ্গীকার

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, 'শনিবার বারবেলায় নারকেল ফাটিয়ে বাঁকুড়ার মানুষকে কাটমানিবিহীন পরিষেবা দেওয়ার অঙ্গীকার করা হল বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি পুরসভাকে গ্রিন সিটিতে রূপান্তরিত করার শপথও নেওয়া হয়েছে এদিন। পুরসভার কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছে বিজেপি।

২০১৬-তেই তৃণমূলের হাতছাড়া

২০১৬-তেই তৃণমূলের হাতছাড়া

প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৬ সালে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হয় তৃণমূলের। বাম-কংগ্রেস প্রার্থী শম্পা দরিপা বিধায়ক নির্বাচিত হন। তিনি অবশ্য পরে শাসক শিবিরে অর্থার তৃণমূলেই যোগদান করেন। তবে লোকসভায় হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় হারিয়ে এই এখান থেকে বিজয়ী হল বিজেপির ঘরের ছেলে সুভাষ সরকার।

২০২০-তে পুরসভা দখলের টার্গেট

২০২০-তে পুরসভা দখলের টার্গেট

তারপর থেকেই এই বাঁকুড়ায় বিজেপি পুরসভা দখলের টার্গেট করছে। ২০২০ সালের ভোটে তৃণমূলে গণতান্ত্রিকভাবে হারিয়ে এই ফয়সালা জিততে চাইছে। আর তাঁরা পাখির চোখ করেছে ২০২১ বিধাসভা নির্বাচনকে। তার আগে পুরসভা দখল করে প্রাথমিক ধাক্কাটা দিয়ে রাখতে চায় বিজেপি।

২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: রাজনৈতিক মানচিত্র একনজরে ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: রাজনৈতিক মানচিত্র একনজরে

English summary
BJP takes oath to win in Bankura Municipality in 2020 election. It is Bankura BJP’s target before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X