For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিতেন্দ্র কি তুরুপের তাস! প্রাক্তন মেয়রকে প্রার্থী না করে কোন অঙ্ক কষছে বিজেপি

আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকেও প্রার্থী করেনি বিজেপি। পরিবর্তে জিতেন্দ্রর স্ত্রীকে প্রার্থী করা হল। বিজেপির প্রার্থী তালিকায় প্রাক্তন মেয়রের গরহাজিরাই ফের জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে।

Google Oneindia Bengali News

আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকেও প্রার্থী করেনি বিজেপি। পরিবর্তে জিতেন্দ্রর স্ত্রীকে প্রার্থী করা হল। বিজেপির প্রার্থী তালিকায় প্রাক্তন মেয়রের গরহাজিরাই ফের জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। পুরসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মেয়রকে কেন প্রার্থী করল না বিজেপি তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

জিতেন্দ্র তুরুপের তাস বিজেপির! প্রাক্তন মেয়র প্রার্থী নয়

এদিন বিজেপির তরফে জানানো হয়, জিতেন্দ্র তিওয়ারি যে ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে। ফলে জিতেন্দ্র-জায়া চৈতালি তিওয়ারিকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারিকে টিকিট দেওয়া হয়নি। কিন্তু এর ফলে প্রশ্ন উঠে পড়েছে তবে কি প্রাক্তন মেয়রকে প্রার্থী না করার পিছনে রয়েছে অন্য অঙ্ক!

রাজনৈতিক মহল মনে করছে, সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তাঁকে সেই নির্বাচনে প্রার্থী করা হতে পারে। কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সঙ্গে পুরভোটে লড়াইয়ের তো কোনও সম্পর্ক নেই। তাহলে কেন, এমন সিদ্ধান্ত বিজেপির? আসানসোলে জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী না করা হলেও ঘনিষ্ঠ মহলের সবাইকে প্রায় প্রার্থী করা হয়েছে আসন্ন পুরসভা নির্বাচনে।

বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন হবে খুব শীঘ্রই। সূত্রের খবর ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হতে পারে জিতেন্দ্র তিওয়ারিকে। তাই পুরভোটে তাঁকে অন্য ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়নি। কিন্তু পুরভোটে প্রার্থী হয়েও তো লোকসভা উপনির্বাচনে প্রার্থী হওয়া যায়, এমন নজির রয়েছে বহু।

তবে কি বিজেপি ভাবছে জিতেন্দ্র তিওয়ারি অন্য ওয়ার্ডে লড়াই করে যদি হেরে যান, তবে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তার বিরুপ প্রভাব পড়বে। তাই তাঁকে পুরসভা ভোটে প্রার্থী করার ঝুঁকি নিচ্ছে না বিজেপি। একেবারে তাঁকে প্রার্থী করা হতে পারে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। এই অঙ্ক কষেই জিতেন্দ্রকে তুলে রাখা হল সযত্নে।

রাজনৈতিক মহল মনে করছে, জিতেন্দ্রকে একটি ওয়ার্ডে প্রার্থী না করে তাঁকে আসানসোল পুরসভা নির্বাচনে গুরু দায়িত্ব দেওয়া হতে পারে। ১০৬টি ওয়ার্ডে ঘুরে ঘুরে যাতে তিনি বিজেপির প্রচারের মুখ হয়ে উঠতে পারেন, তাই তাঁকে ফ্রি খেলোয়াড় করে দেওয়া হয়েছে। তাঁর টিমের সবাইকে প্রার্থী করে জিতেন্দ্রকে জেতানোর দায়িত্ব দিয়েছে বিজেপি। উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাণ্ডবেশ্বরে বিজেপিক টিকিটে লড়াই করে তিনি পরাজিত হন।

English summary
BJP takes new strategy in Asansole Corporation election not to give ticket to Jitendra Tiwary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X