For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভা থেকে ফেরার পথে তাণ্ডব বিজেপির, রাস্তায় ফেলে পুলিশ পেটালেন সমর্থকরা

মোদীর সভা থেকে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তাণ্ডব চালাল বিজেপি। পুলিশকর্মীদের রাস্তায় ফেলে মারধর করলেন বিজেপি সমর্থকরা।

Google Oneindia Bengali News

মোদীর সভা থেকে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তাণ্ডব চালাল বিজেপি। পুলিশকর্মীদের রাস্তায় ফেলে মারধর করলেন বিজেপি সমর্থকরা। অভিযোগ, পুলিশ ট্রাফিকের বাহানায় বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রী মোদীর সভায় যেতে বাধা দিয়েছিল। সেই কারণেই জনরোষে প্রহৃত হলেন মোদী, এমনই ব্যাখ্যা বিজেপি নেতৃত্বের। যদিও রাজনৈতিক মহলে বিজেপি সমর্থকদের এই ক্রিয়াকলাপ সমালোচিত হয়।

মোদীর সভা থেকে ফেরার পথে তাণ্ডব বিজেপির, রাস্তায় ফেলে পুলিশ পেটালেন সমর্থকরা

মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আচমকাই প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব যখন বিব্রত, তখনই মোদীর সভা থেকে ফেরার পথে খড়গপুরের চৌরঙ্গীতে পুলিশের উপর হামলা চালাল বিজেপির কর্মী-সমর্থকরা। এই ঘটনায় ১৪ জন পুলিশকর্মী গুরুতর জখম হন। পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হয়। উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন এক সাব ইন্সপেক্টরও। এছাড়াও অনেক সিভিক পুলিশও আক্রান্ত হয়েছেন এই ঘটনায়।

রাস্তায় ট্রাফিক জ্যাম থাকায় বিজেপি কর্মীদের অনেক গাড়ি আটকে পড়েছিল। পুলিশ জানিয়েছিল অপেক্ষা করতে। ট্রাফিক জ্যাম না কাটলে গাড়ি ছাড়া যাবে না। এই নিয়ে প্রথম বচসা শুরু হয়। তা-ই ক্রমশ উত্তপ্ত রূপ নিতে থাকে। হাতাহাতি থেকে লাঠালাঠি শুরু হয়ে যায়। পুলিশকে রাস্তা ফেলে পেটানো হয়ষ কোনওরকমে পালিয়ে বাঁচেন অনেকে। উত্তেজিত বিজেপি পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করে।

এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, মাথা গরম করে এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন তাঁদের সমর্থকরা। এটা ঠিক হয়নি। তবে এর পিছনে পুলিশের এবং স্থানীয় তৃণমূলকর্মীদের মদত ছিল। প্রশাসনকে নিয়ে তৃণমূল বিজেপির সভায় আসার পথ আটকায়। তারই জেরে এই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশকে মারা ঠিক হয়নি, তাও জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, মোদী এখানে কৃষকের কল্যাণ করতে আসেননি। এসেছিলেন দাঙ্গা বাঁধাতে। উত্তেজনা ছড়াতে। তাই তাঁর সভা থেকে ফেরার পথে উত্তেজিত বিজেপি সমর্থকরা পুলিশের উপর হামলা চালাল। এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। পুলিশের উপর এই নির্মম হামলার ঘটনা নিন্দনীয়। এরা রাজ্যকে পরিকল্পনামাফিক উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে।

[আরও পড়ুন:কয়েক মাসেই জুলুম-মুক্তি! ত্রিপুরায় হলে বাংলায় নয় কেন, হুঙ্কার ছাড়লেন মোদী][আরও পড়ুন:কয়েক মাসেই জুলুম-মুক্তি! ত্রিপুরায় হলে বাংলায় নয় কেন, হুঙ্কার ছাড়লেন মোদী]

English summary
BJP supporters beat to police in Midnapur on return from Narendra Modi’s meeting. They rampage at Kharagpur and 14 police are seriously injured,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X