বিজেপিকে সমর্থন করায় কুশমুণ্ডিতে বেদম মারের অভিযোগ গেরুয়া শিবিরের সমর্থকদের
তৃতীয় দফার ভোটে রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এদিন সকালে ডোমকলে তৃণমূল কর্মী সমর্থকেরা মার খান বলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গোলাগুলি, হাতাহাতি চলে। এই ঘটনার পরে এবার দিনাজপুরে পাল্টা বিজেপি কর্মীদের মারধরের ঘটনা সামনে এল।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে। অভিযোগ, গ্রামবাসীরা বিজেপির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। গ্রামে বিজেপির প্রভাব বেশি। সেই কারণেই শাসক দল হামলা চালিয়েছে বলে অভিযোগ।
[আরও পড়ুন: ইভিএম-এ ভোট পড়ছে বিজেপিতে! একযোগে অভিযোগ অখিলেশ, কেজরিওয়ালের]
অনেকের অভিযোগ, এলাকার বুথগুলি তৃণমূল কংগ্রেসের কর্মীরা দখল করতে গিয়েছিল। শাসক দলের বিরুদ্ধে ভোট দিলে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারিও নাকি দেওয়া হয়। এই নিয়ে বিবাদের জেরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে।
[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন সানি দেওল! রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়]