For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতেও শুরু আদি বনাম নব্য দ্বন্দ্ব! দিলীপ-নিগ্রহে কি তবে দলেরই নেতার দলবল

দিলীপ ঘোষ নিগ্রহে গ্রেফতার হয়েছে এক বিজেপি কর্মী। তার গ্রেফতারেই জল্পনা, তবে কি দিলীপ ঘোষ নিগ্রহে বিজেপির অন্য গোষ্ঠীর হাতই রয়েছে?

  • |
Google Oneindia Bengali News

পূর্ব মেদিনীপুরে কাঁথিতে দিলীপ ঘোষের উপর চড়াও হল কে? কারা দিলীপ ঘোষের গাড়ি-সহ ২৫টিরও বেশি গাড়িতে হামলা চালাল? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। আর তৃণমূলের অভিযোগ তির বিজেপির ভিন্ন এক গোষ্ঠীর দিকে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে এক বিজেপি কর্মী। তার গ্রেফতারেই জল্পনা, তবে কি দিলীপ ঘোষ নিগ্রহে বিজেপির অন্য গোষ্ঠীর হাতই রয়েছে?

বিজেপিতেও শুরু আদি বনাম নব্য দ্বন্দ্ব! দিলীপ-নিগ্রহে কি তবে দলেরই নেতার দলবল

সম্প্রতি কাঁথিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কিছু কর্মী। বিজেপির এক শীর্ষ নেতার হাত ধরে তাঁরা বিজেপি শিবিরে যোগ দেন। অভিযোগ, তাঁরাই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালাতে পারেন। তবে এই পরিকল্পনায় তৃণমূলেরও যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপি কর্মী গোবিন্দ দোলুইয়ের পাশাপাশি সন্দীপ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীও গ্রেফতার হয়েছেন ঘটনায়।

স্বয়ং দিলীপ ঘোষ ঠোমন এই ঘটনায় তির ছুঁড়েছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর দিকে, উল্টোদিকে দিব্যেন্দু অধিকারী স্বয়ং সেই অভিযোগ খণ্ডন করে জানিয়ে দিয়েছেন, এই ঘটনা ঘটেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে। বরং তৃণমূলকর্মীরা উদ্যোগ নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে দিলীপবাবু ও অন্যান্য কর্মীদের।

[আরও পড়ুন: রাজ্যে 'গোষ্ঠীদ্বন্দ্বে' ব্যস্ত দল! বিজেপি ছাড়তে পারেন এই হেভিওয়েট নেতা][আরও পড়ুন: রাজ্যে 'গোষ্ঠীদ্বন্দ্বে' ব্যস্ত দল! বিজেপি ছাড়তে পারেন এই হেভিওয়েট নেতা]

উল্লেখ্য কাঁথিতে দলীয় সভায় অংশ নিতে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো কর্মসূচির অদ্যাবধি পরই হামলা চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতে। বাইক মিছিল করে বিজেপি কর্মীরা সভায় যোগ দিতে আসছিলেন, সেইসব বাইকে ভাঙচুর করা হয়েছে। দিলীপ ঘোষের গাড়িরও কাঁচ ভেঙে দেওয়া হয়েছে ইঁট মেরে। এই ঘটনায় আহত হয়েছেন জনা ২০ বিজেপি সমর্থক।

[আরও পডুন:এবার কংগ্রেসে ভাঙন কি জঙ্গলমহলের জেলায়! হেভিওয়েট নেতার পদক্ষেপে জল্পনা][আরও পডুন:এবার কংগ্রেসে ভাঙন কি জঙ্গলমহলের জেলায়! হেভিওয়েট নেতার পদক্ষেপে জল্পনা]

এরপর কারা হামলা চালাল, তা নিয়ে চাপানউতোর চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। রাজনৈতিক মহলের জল্পনা, এটা বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্ব। কয়েকদিন আগে বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন এক শীর্ষ নেতার হাত ধরে। জেলায় ওই নেতার গোষ্ঠীর লোকজন মাথা তুলে দাঁড়াতে মরিয়া। তাঁরাই এই হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশ স্বত্বঃপ্রণোদিত মামলায় তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: 'ঘরছাড়া' নেতার পছন্দ শাসক দল! জানালেন 'বাধা'র নানা কথা, দেখুন ভিডিও][আরও পড়ুন: 'ঘরছাড়া' নেতার পছন্দ শাসক দল! জানালেন 'বাধা'র নানা কথা, দেখুন ভিডিও]

English summary
BJP state president Dilip Ghosh was attacked by his party workers. It is alleges that BJP’s other group are involve for Dilip Ghosh’s harassment,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X