For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলীদের কলার ধরে মুচলেকা লেখাবেন দিলীপ! একদিনে ‘কেস উইথড্র’বিজেপি শাসনে

ক্ষমতায় এলে একদিনে মুচলেকা লিখে সমস্ত কেস তুলে দেবে বিজেপি। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভা থেকে হুঙ্কার ছাড়লেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় এলে একদিনে মুচলেকা লিখে সমস্ত কেস তুলে দেবে বিজেপি। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভা থেকে হুঙ্কার ছাড়লেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল নেতাদের কলার ধরে টেনে এনে মুচলেকা লেখাব। আর এইসব পুলিশ অফিসাররাই লিখে দেবে, 'কেস উইথড্র'।

বিতর্কিত মন্তব্যে শিরোনামে দিলীপ

বিতর্কিত মন্তব্যে শিরোনামে দিলীপ

ফের একবার বিতর্কিত মন্তব্যে করে শিরোনামে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আজ যেসব তৃণমূল নেতা কেস দিচ্ছে, আমরা ক্ষমতায় এলে তাঁদের সবাইকে কলার ধরে থানায় নিয়ে আসব। তারপর বলব ব্যাটা, সই কর আর আগে কেস তোল। তা না হলে গ্রাম ছাড়া করব।

মুচলেকা দিতে হবে, ভুল করে কেস

মুচলেকা দিতে হবে, ভুল করে কেস

এরপর তিনি উপস্থিত বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাঁরা আপনাদের নামে কেস দিচ্ছে, তাঁদের নাম লিখে রাখুন। ক্ষমতায় আসার পর কেউ রেহাই পাবেন না। সবাইকে থানায় এসে মুচলেকা দিতে হবে যে, আমি ভুল করে কেস দিয়েছিলাম। এদিন তিনি সিভিক পুলিশকেও একহাত নেন।

চামচাগিরি করছে সিভিক, হুঁশিয়ারি

চামচাগিরি করছে সিভিক, হুঁশিয়ারি

দিলীপ ঘোষ সিভিক পুলিশের উদ্দেশ্যে বলেন, চামচাগিরি করছো কর, কিন্তু বিজেপির পিছনে লাগতে এসো না। কটা টাকা ভিক্ষা পাও, তাতে এতো ফুটানি কীসের। আমি চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারীকে এনে একটা সভা করে দেখাক তৃণমূল কংগ্রেস। এখন আর তৃণমূল পারছে না, তাই মাওবাদীদের খুঁজছে।

মাওবাদীদের জেল ছেকে ছাড়াচ্ছে তৃণমূল

মাওবাদীদের জেল ছেকে ছাড়াচ্ছে তৃণমূল

তিনি আরও বলেন, যে মাওবাদীরা গুলি চালিয়ে মারত, তাদেরকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর ভোটে জিতে সেই মাওবাদীদেরই জেলে ভরেছে। যেই জঙ্গলমহলে আমরা জিতে গিয়েছি, অমনি মাওবাদীদের ছেড়ে দিচ্ছে জেল থেকে। তাঁরা বুঝেছে, মাওবাদী ছাড়া আর তাদের গতি নেই। বন্দুকের নল দেখিয়ে ভোট করতে হবে। আমরা বন্দুকের নলকে ভয় পাব না।

দিদিমণি আপনি ভুল করছেন

দিদিমণি আপনি ভুল করছেন

তিনি বলেন, দিদিমণি আপনি ভুল করছেন। এই নকশাল বা মাওবাদীরাই কাল আপনাদের নেতাদেরকে মারবে। বাড়ি ঢুকে বোম মারবে। সেই ভুল আর করবেন না। যারা জঙ্গলমহলে বোম-বন্দুক নিয়ে ঘুরে বেড়াত, তাদের সঙ্গে তৃণমূল নেতারা মিটিং করেছেন, এমনকী দিদিমণিও মিটিং করেছেন।

রাজীব মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে!

রাজীব মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে!

এদিন রাজীব কুমার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুকুলদার কাছে খবর এসেছে রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়িতে লুকিয়ে রয়েছেন। ওই একটামাত্র জায়গা আছে। কিন্তু সিবিআই এমন জিনিস কোথাও লুকিয়েও পার পাবেন না। মাটি ফুঁড়ে বের করে আনবে। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী পি চিদম্বরমকেও সিবিআই ছাড়েনি, কংগ্রেস দফতরে লুকিয়ে ছিল, তারপর বাড়িতে ফিরতেও নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেয়নি, সিবিআই প্রাচীর টপকে ঢুকেছে, তাঁকে গ্রেফতার করে এনেছে।

<strong>[সিঙ্গুরে কারখানা তাড়িয়ে সরষের বীজ ছড়িয়ে পদ্ম ফুটিয়েছেন মমতা, আক্রমণ সূর্যকান্তর]</strong>[সিঙ্গুরে কারখানা তাড়িয়ে সরষের বীজ ছড়িয়ে পদ্ম ফুটিয়েছেন মমতা, আক্রমণ সূর্যকান্তর]

[ ৪০ বছর ধরে কাচ খেয়ে বেঁচে আছেন মধ্যপ্রদেশের এই আইনজীবী][ ৪০ বছর ধরে কাচ খেয়ে বেঁচে আছেন মধ্যপ্রদেশের এই আইনজীবী]

English summary
BJP state president Dilip Ghosh threatens to withdraw the case to write bond. He throws challenge to TMC and police to wait for their power,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X