For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামার উপর পৈতে পরে ঘুরলেও আইসিইউ থেকে আর বেরোবে না দল, হুঙ্কার দিলীপের

মায়ের কাছে অঞ্জলি দিলেও শেষ রক্ষা হবে না। আইসিইউ থেকে ফেরানো যাবেন না মৃতপ্রায় কংগ্রেসকে। এ রাজ্যে কংগ্রেস আইসিইউ-তে ঢুকে গিয়েছে। সেখানে থেকে আর জীবিত বের করা অসম্ভব।

  • |
Google Oneindia Bengali News

মায়ের কাছে অঞ্জলি দিলেও শেষ রক্ষা হবে না। আইসিইউ থেকে ফেরানো যাবেন না মৃতপ্রায় কংগ্রেসকে। এ রাজ্যে কংগ্রেস আইসিইউ-তে ঢুকে গিয়েছে। সেখানে থেকে আর জীবিত বের করা অসম্ভব। দুর্গাপুজোর সময়ে কংগ্রেস সভাপতির রাজ্য সফরে আসাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জামার উপর পৈতে পরে ঘুরলেও আইসিইউ থেকে আর বেরোবে না দল, হুঙ্কার দিলীপের

শুধু পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় রাহুলের অংশগ্রহণ প্রসঙ্গেই নয়, কংগ্রেস সভাপতির কৈলাস সফরকেও দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, নিজেকে হিন্দু হিসেবে প্রমাণ করতে জামার উপরে পৈতে পরে ঘুরছেন রাহুল গান্ধী। কিন্তু যতই কৈলাসে যান, হেঁটে হেঁটে ঘাম ঝরান। ওই হিন্দু অ্যাজেন্ডার দাওয়াই আইসিইউ থেকে বের করা যাবে কংগ্রেসকে।

[আরও পড়ুন:বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম][আরও পড়ুন:বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম]

কংগ্রেসকে ছেড়ে তিনি তৃণমূলকেও একহাত নেন। শুভেন্দু অধিকারী বনধের দিন ইসলামপুর থেকে তোপ দেগেছিলেন বিজেপির উদ্দেশ্যে। তার পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন পুলিশ যে গুলি চালিয়েছে, সেই ভিডিও দেখাক। আমরা এখনও বলছি ভিডিও আমাদের কাছে আছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও ছড়িয়ে পড়েছে। বাকিটা সময় হলেই জানতে পারবেন শুভেন্দুবাবুরা।

জামার উপর পৈতে পরে ঘুরলেও আইসিইউ থেকে আর বেরোবে না দল, হুঙ্কার দিলীপের

[আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক! এবার বয়স্কদের জন্যও নানা সুবিধার ঘোষণা][আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক! এবার বয়স্কদের জন্যও নানা সুবিধার ঘোষণা]

তিনি জানান ৬ অক্টোবর আমরা ইসলামপুরে যাচ্ছি। গ্রামের ভিতরে সভা করার পরিকল্পনা ছিল, কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আমরা গ্রামের বাইরে জনসভা করব। ওইদিন মন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত থাকবেন। দলের সভাপতি অমিত শাহ আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তা এখনও চূড়ান্ত হয়নি। মোট কথা ইসলামপুর-কাণ্ডে শেষ দেখে ছাড়বে বিজেপি। যা পারেনি পুরুলিয়ায়, ইসলামপুরে তা করে দেখাতে বদ্ধপরিকর দিলীপ ঘোষরা।

[আরও পড়ুন:দমদমের কাজিপাড়ায় শক্তিশালী বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ][আরও পড়ুন:দমদমের কাজিপাড়ায় শক্তিশালী বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ]

English summary
BJP state president Dilip Ghosh takes on Rahul Gandhi on his kolkata tour. Dilip says Congress will not return from ICU again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X