For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর 'ছুঁচোর কীর্তন' বুঝে নেবেন দিলীপ, কুকুর কটাক্ষের পর ছুঁচো-ব্যাঙের বিদ্রুপও

অনুব্রতর ছুঁচোর কীর্তন বুঝে নেব আমরা। শনিবার হাওড়ার শরৎ সদনে দলের কার্যকারিনী সভা থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকেও ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

অনুব্রতর ছুঁচোর কীর্তন বুঝে নেব আমরা। শনিবার হাওড়ার শরৎ সদনে দলের কার্যকারিনী সভা থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকেও ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগলা হাতি বলার পর অনুব্রতকে কটাক্ষ করলেন তিনি। কুকুর কটাক্ষের পর এবার অনুব্রতকে ছুঁচো বললেন বিজেপি রাজ্য সভাপতি।

... কুত্তা ভি শের হোতা হ্যায়

... কুত্তা ভি শের হোতা হ্যায়

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়। এই কুকুর কটাক্ষের পর অনুব্রত মণ্ডল মুতোর জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষকে। রথযাত্রাকে কটাক্ষ করে বলেছিলেন বিজেপির রথের আগে খোল-করতাল যাবে তৃণমূলের।

ছুঁচোর কীর্তন বুঝে নেবেন দিলীপ

ছুঁচোর কীর্তন বুঝে নেবেন দিলীপ

এদিন তার পাল্টা দিয়ে দিলীপ ঘোষ বলেন, সব রথযাত্রাই হবে। ওরা কী কেত্তন করে, তখনই দেখা যাবে। অনুব্রত মণ্ডলের ওখানে তো ছুঁচোর কীর্তন হবে। তা ছুঁচোর কীর্তন হোক বা ব্যাঙের, ওসব আমরা বুঝে নেব। তবে রথযাত্রা যথারীতি হবে। কেউ কোনও ব্যাঘাত ঘটাতে পারবে না।

অনুব্রত ফ্যাক্টর নয় বিজেপির

অনুব্রত ফ্যাক্টর নয় বিজেপির

অনুব্রত মণ্ডল যতই বলুন, যতই ভয় দেখান, ওসব কোনও ফ্যাক্টরই হবে না। সলে অনুব্রত মণ্ডল বিজেপির কাছে কোনও ফ্যাক্টর নয়। এ একেবারেই সাধারণ একজন নেতা। এখন তো দেখতে পাচ্ছি, রথ নিয়ে আমাদের থেকে ওদের বেশি চিন্তা। এতদিন বলছিল রথযাত্রা কোনও প্রভাব ফেলবে না, এখন তারাই বলছে রথ আটকাবে। তাহলেই বুঝুন।

মমতাকে পাগলা হাতি কটাক্ষ

মমতাকে পাগলা হাতি কটাক্ষ

কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন বিশ্রাম নেওয়ার। তিনি বলেন, ২০২১-এর আগেই দিদিকে কালীঘাটে পাঠিয়ে দেব। বলব, দিদি এতদিন অনেক পরিশ্রম করেছেন, এবার কালীঘাটের বাড়িতে বসে বিশ্রাম করুন। এদিন হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে পাগলা হাতি বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

English summary
BJP State president Dilip Ghosh takes on Anubrata Mandal as rat and fog. Dilip challenges to take on Anubrata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X