For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনে ‘হিরো’ বিজেপি সব ধরনের পিচেই চার-ছয় মারছে, চ্যালেঞ্জ দিলীপের

এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে হিরোর তকমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজেদের হিরোর তকমা দিয়ে বলেন, আমরা সব ধরনের পিচেই সমানভাবে খেলতে পারি।

  • |
Google Oneindia Bengali News

এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে হিরোর তকমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজেদের হিরোর তকমা দিয়ে বলেন, আমরা সব ধরনের পিচেই সমানভাবে খেলতে পারি। যে পিচে নামছি, সেখানেই চার-ছয় হাঁকাচ্ছি। বিপক্ষ তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, এবার আমরা তৃণমূলকে আমাদের পিচে টেনে এনেছি।

 পঞ্চায়েত নির্বাচনে ‘হিরো’ বিজেপি সব ধরনের পিচেই চার-ছয় মারছে, চ্যালেঞ্জ দিলীপের

[আরও পড়ুন:মহাভারতের যুগেও ইন্টারনেট! রাজ্যপালের সমর্থন পেয়ে সমালোচকদের একহাত বিপ্লবের][আরও পড়ুন:মহাভারতের যুগেও ইন্টারনেট! রাজ্যপালের সমর্থন পেয়ে সমালোচকদের একহাত বিপ্লবের]

দিলীপবাবু বলেন, তৃণমূল আমাদের এবড়ো-খেবড়ো পিচে খেলাতে চাইছিল। সেখানেও আমরা দারুন ব্যাটিং করেছি। এবার আমাদের পিচে খেলতে টেনে এনেছি ওদের। আমরা বুঝিয়ে দিয়েছি, আমাদের যে পিচে খেলাবে সে পিচেই আমরা ওদের হারাব। এবার আমরা পিচ তৈরি করছি, আর ওরা আমাদের সঙ্গে পারবে না।

এদিন পঞ্চায়েত মামলায় আদালতের শুনানি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয় আদালত এবার যা রায় দেবে, তাতে ওদের কোমর ভেঙে যাবে। এখন আমরা আমাদের পিচে খেলছি, আর চার ছয় মেরে চলেছি। তৃণমূল এখন শুধু হারবে। এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, জয়নগর ও কুলতলিতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি।

[আরও পড়ুন:কান্দুয়া-কাণ্ডের ছায়া কোচবিহারে, কেটে নেওয়া হল বিজেপি প্রার্থীর হাতের চার আঙুল ][আরও পড়ুন:কান্দুয়া-কাণ্ডের ছায়া কোচবিহারে, কেটে নেওয়া হল বিজেপি প্রার্থীর হাতের চার আঙুল ]

এদিন ক্রিকেটীয় ভাষায় তৃণমূলকে মুতোর জবাব দেওয়ার পরও বিজেপির জনসভায় সেই মারের তত্ত্ব দিয়ে যান। তিনি বলেন, আপনার পাকা ধানে যদি কেউ মই দিতে আসে, আপনি কি তাকে চা খাওয়াবেন। তাই বলছি, বাঁশের লাঠি পালিশ করে রাখুন। ভোটের সময় বাইরের লোক গ্রামে ঢুকলেই পালিশ করে দেবেন, যেন তাকে বাড়ি না গিয়ে হাসপাতালে যেতে হয়।

English summary
BJP state president Dilip Ghosh challenges to Trinamool Congress that BJP is the hero of Panchayat Election in West Bengal now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X