For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ কি বিজেপির পথে! রাজনীতিতে নামার ডাক দিয়ে যোগদানের বার্তা দিলীপের

দেশের ক্রিকেট প্রশাসক হিসেবে উত্থান হল মহারাজের। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন বিসিসিআই প্রেসিডেন্ট। এমন দিনে তাঁকে রাজনীতিতে আহ্বান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

দেশের ক্রিকেট প্রশাসক হিসেবে উত্থান হল মহারাজের। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন বিসিসিআই প্রেসিডেন্ট। এমন দিনে তাঁকে রাজনীতিতে আহ্বান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা চাই রাজনীতিতে আসুন সৌরভের মতো মানুষরা। তাহলে রাজনীতির সংকীর্ণতা ধুয়ে-মুছে যাবে।

বিজেপিতে যোগদানের বার্তা

বিজেপিতে যোগদানের বার্তা

শুধু রাজনীতিতে নামার আহ্বান জানিয়েই ক্ষান্ত নন দিলীপ ঘোষ। তিনি তাঁকে বিজেপিতে যোগদানের বার্তাও দিয়ে রেখেছেন। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বিজেপিতে সবার জন্য দরজা খোলা। সৌরভ আসতে চাইলে, আমরা তাঁকে গ্ৰহন করতে প্রস্তুত। আমরা চাই, রাজনীতি আসুন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষরা

অমিত শাহের সঙ্গে সাক্ষাতে জল্পনা

অমিত শাহের সঙ্গে সাক্ষাতে জল্পনা

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সৌরভের সাক্ষাতের খবর নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তখন থেকেই তাঁর বিজেপি-যোগের চর্চা শুরু হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষপদে তাঁর বসার নেপথ্যে যে বিজেপির হাত রয়েছে, তা স্পষ্ট।

নেপথ্যে বিজেপির ‘মিশন বেঙ্গল'

নেপথ্যে বিজেপির ‘মিশন বেঙ্গল'

বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর স্বয়ং তাঁর নাম প্রস্তাব করেন। আর সৌরভের মনোনয়নের নেপথ্যে ছিলেন অমিত শাহ। এই পরিকল্পনার পিছনে যে বিজেপির ‘মিশন বেঙ্গল' রয়েছে, তাও স্পষ্ট দিলীপ ঘোষর এহেন মন্তব্যে। যদিও রাজনীতির যোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সৌরভ স্বয়ং।

শোভন প্রসঙ্গে দিলীপ

শোভন প্রসঙ্গে দিলীপ

এদিন তিনি শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শোভনদা এখন বাইরে আছেন, তিনি ফিরলেই আমরা কথা বলব বিষয়টি নিয়ে। তিনি কেন বিজেপির কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। মিটিং মিছিলে যাচ্ছেন না, জানতে চাইবেন তিনি। দিলীপবাবু বলেন, আশা করি, ব্যক্তিগত সমস্যা কাটিয়ে দলের কাজে যোগ দেবেন।

সেলিমকে একহাত দিলীপের

সেলিমকে একহাত দিলীপের

এদিন মহম্মদ সেলিমকে একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে রাজনীতিতে ভেসে থাকতে চান, ভেসে থাকতে পারেন। তাতে আমার কোন আপত্তি নেই। আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি।

English summary
BJP state president Dilip Ghosh gives message to Sourav Ganguly. He says BJP wants to Sourav comes in politics, BJP’s door is open.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X