For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের সঙ্গে একমত নন! বাংলায় এখন পর্যন্ত কে ক’টি আসন, স্পষ্ট ব্যাখ্যা দিলেন দিলীপ

তিন দফা ভোট হয়ে গিয়েছে। সাকুল্যে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তবে বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০টি কেন্দ্রে ভোট হয়েছে।

Google Oneindia Bengali News

তিন দফা ভোট হয়ে গিয়েছে। সাকুল্যে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। তবে বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০টি কেন্দ্রে ভোট হয়েছে। এই ১০টি কেন্দ্রে জেতার ব্যাপারে কার দিকে পাল্লা ভারী তা নিয়ে নানা চলছে কথার লড়াই। এরই মধ্যে মুকুল রায়ের দাবি খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

১০-এ ১০

১০-এ ১০

দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, কটি আসনে জিততে পারে বিজেপি? মুকুল রায় ভোটের পরই পরিসংখ্যান তুলে ধরেছিলেন। তার সঙ্গে আপনি কি একমত? দিলীপবাবুর চটজলদি উত্তর, না মুকুলদা, যা বলছেন তার সঙ্গে তিনি একমত নন। তিনি মনে করেন, বিজেপি ১০-এ ১০ করে দেবে। অর্থাৎ ১০টি আসনেই জিতবে বিজেপি।

মোদী ঝড় বাংলায়

মোদী ঝড় বাংলায়

দিলীপ ঘোষের ব্যাখ্যা, উত্তরবঙ্গে ভোট হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খুব বেশি ভোট লুঠ করতে পারেনি তৃণমূল। আর পুরো দেশের মতোই বাংলায় এবার শুরু হয়েছে মোদী ঝড়। সেই ঝড়ে তৃণমূল উড়ে যাবে। এখনও তৃণমূল খাতাই খুলতে পারেনি। সব আসনই আসবে বিজেপির দখলে।

মুকুল বনাম দিলীপ

মুকুল বনাম দিলীপ

প্রথম দু-দফার পর মুকুল রায় বলেছিলেন তারা ৫-এ ৫ করে ফেলেছেন। আর তৃতীয় দফা ভোটের পর তাঁর হিসেব। তৃণমূল একটি আসনে জিতবে, কংগ্রেস জিতবে দুটি আসনে। বাকি সাত আসন থাকবে বিজেপির দখলে। অর্থাৎ ১০ আসনের বিচারে ফল দাঁড়াবে ৭-১। তা খারিজ করে দিয়ে দিলীপ বলেন, তাঁরা সব আসনেই জিতবেন। ফল দাঁড়াবে ১০-০।

[আরও পড়ুন:সানি দেওলের পর এবার দলের মেহেন্দি যোগ দিলেন বিজেপিতে][আরও পড়ুন:সানি দেওলের পর এবার দলের মেহেন্দি যোগ দিলেন বিজেপিতে]

১৪ বনাম ১৯

১৪ বনাম ১৯

উল্লেখ্য, ২০১৪ নির্বাচনে ওই ১০টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন আর দুটি বামেরা। বাকি চারটি আসন ছিল তৃণমূলের দখলে। এবার ভোটের পর মুকুলের দাবি সাতটি জিতবে বিজেপি, দুটি কংগ্রেস, তৃণমূল একটি। দিলীপ ঘোষ দাবি করছেন, তারা ১০-০ করে ফেলেছেন।

[আরও পড়ুন: 'ঝাড়খণ্ড থেকে টাকা এনে রাজ্যে সমস্যা তৈরি করছে বিজেপি', রানিগঞ্জ থেকে তোপ মমতার ][আরও পড়ুন: 'ঝাড়খণ্ড থেকে টাকা এনে রাজ্যে সমস্যা তৈরি করছে বিজেপি', রানিগঞ্জ থেকে তোপ মমতার ]

English summary
BJP state president Dilip Ghosh doesn’t agree with Mukul Roy on vote result. Dilip Ghosh seems BJP will win all of 10 seats till now third phase,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X