For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় এনআরসি চাই, রাজধানীর বুকে দাঁড়িয়ে দাবি তুলে দিলেন বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ

বাংলায় এনআরসি চাই, রাজধানীর বুকে দাঁড়িয়ে দাবি তুলে দিলেন বঙ্গ বিজেপির প্রধান

Google Oneindia Bengali News

বাংলায় ফের একবার এনআরসি দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপি নতুন সভাপতি জেপি নাড্ডার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, অসমে হয়েছে, এবার বাংলাতেও চাই এনআরসি। অনুপ্রবেশকারীরা এপার বাংলায় এসে লুটেপুটে খাচ্ছে। তাই বাংলাতেও এনআরসি জরুরি।

বাংলাতেও এনআরসি করতে হবে, দাবি

বাংলাতেও এনআরসি করতে হবে, দাবি

সোমবার রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে এনআরসি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। বাংলাতেও এনআরসি করতে হবে বলে দাবি তোলেন। এমন সুর তাঁর মুখে শোনা যায় রবিবার নৈহাটির সভাতেও। এনআরসি-আতঙ্ক উসকে দিয়ে তিনি বলেন, ভিন্ন সম্প্রদায়ের ৫০ লক্ষেরও বেশি মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ঘাঁটি গেড়েছে।

ভোটার তালিকা থেকে নাম কাটা হবে

ভোটার তালিকা থেকে নাম কাটা হবে

দিলীপ ঘোষ বলেন, এপারে ঘাঁটি গাড়া ওপার বাংলার মানুষকে চিহ্নিত করে প্রথমে ভোটার তালিকা থেকে নাম কাটা হবে। তারপর তাঁদের এপার বাংলা থেকে তথা এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া দেওয়া হবে। এনআরসির বিরোধিতা করায় দিলীপবাবু তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে দেশদ্রোহী তকমা দেন।

পার্থর পাল্টা দিলীপের মন্তব্যের

পার্থর পাল্টা দিলীপের মন্তব্যের

দিলীপ ঘোষের এই এনআরসি বক্তব্য প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওঁদের ওই কথাই বুঝিয়ে দিচ্ছে- ওঁরা কী করতে চাইছেন। ওঁরা যত কথা বলছে, ততই মানুষ ওঁদের চিনে নিচ্ছে। দিলীপবাবুরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছেন। দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর দল হয়তো বলেছে, আর কিছু করতে হবে না। শুধু গদা আর অস্ত্র নিয়ে ঘুরুন। তাই তো তিনি গোলা-গুলির সমর্থনে চলতে চাইছেন ওঁরা।

ভদ্রলোকের রাজনীতি করতে আসেননি

ভদ্রলোকের রাজনীতি করতে আসেননি

উল্লেখ্য, দিলীপ ঘোষের গুলি-মন্তব্য নিয়ে এখনও চর্চা চলছে। ঘরে-বাইরে তিনি সমালোচিত হচ্ছেন। তবু পিছু হটতে নারাজ দিলীপ ঘোষ। তিনি তাঁর মন্তব্য নিয়ে অনড় রয়েছেন। টানা দ্বিতীয়বার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েও তিনি যে বদলাননি, তা আবার জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। সাফ জানালেন ভদ্রলোকের রাজনীতি করতে তিনি আসেননি।

মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকারমেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার

English summary
BJP state president Dilip Ghosh demands NRC in West Bengal. He raises this demand also in Naihati day before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X