For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মহত্যার তত্ত্ব মানি না, সিবিআই তদন্তের দাবিতে কোন পথে আন্দোলন, জানালেন দিলীপ

পুরুলিয়ায় তিনদিনের মধ্যে দুই বিজেপি কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করে এসেছে বিজেপি। এর মধ্যেই পুরুলিয়ার নতুন পুলিশ সুপারও জানিয়ে দিলেন দুলাল কুমার আত্মহত্যা করেছেন।

Google Oneindia Bengali News

পুরুলিয়ায় তিনদিনের মধ্যে দুই বিজেপি কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করে এসেছে বিজেপি। এর মধ্যেই পুরুলিয়ার নতুন পুলিশ সুপারও জানিয়ে দিলেন দুলাল কুমার আত্মহত্যা করেছেন। তবে এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, প্রয়োজনে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনকী রাষ্ট্রপতির কাছেও দরবার করবেন।

আত্মহত্যার তত্ত্ব মানি না, সিবিআই তদন্তের দাবিতে কোন পথে আন্দোলন, জানালেন দিলীপ

এদিনই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে দুলাল কুমারের মৃত্যুকে আত্মহত্যা বলেই জানানো হয়েছে। ময়নাতদন্তের এই রিপোর্ট অবশ্য মানতে নারাজ লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ কেউই। তাঁরা মনে করছেন রাজ্য প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সিআইডি তদন্তের নামে। দিলীপ ঘোষ বলেন, আমরা ওই রিপোর্ট মানি না, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি।

[আরও পড়ুন: দিলীপের গ্রেফতারির দাবিতে সরব পার্থ, বিরোধী-শূন্য মন্তব্যে অভিষেককে সমর্থনে বার্তা][আরও পড়ুন: দিলীপের গ্রেফতারির দাবিতে সরব পার্থ, বিরোধী-শূন্য মন্তব্যে অভিষেককে সমর্থনে বার্তা]

তিনি বলেন, পুরুলিয়ার দুই কর্মীকে খুন করা হয়েছে, তা আত্মহত্যা বলে আমাদের বুঝিয়ে দিলেই হবে না। আমরা এই দুই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন জানাব। এমনকী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও দরবার করব সিবিআই তদন্ত চেয়ে। রাজ্যের আত্মহত্যার তত্ত্ব আমরা মানছি না বলে দুলাল কুমারের বাড়িতে দাঁড়িয়েও জানিয়ে দেন লকেট।

শনিবার বলরামপুরের দাভাগ্রামে বিদ্যুতের হাইটেনশন লাইনের টাওয়ার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তারপরই সেই মৃত্যু নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হয়। পরস্পর-বিরোধী মন্তব্য উঠে আসে। এরই মধ্যে ময়নাতদন্তের রিপোর্টের আগে বিজেপি কর্মীর মৃত্যুকে আত্মহত্যা বলে ব্যাখ্যা করে বরখাস্ত হন পুরুলিয়ার এসপি জয় বিশ্বাস। তাঁর স্থলাভিষিক্ত হন আকাশ মাগারিয়া। এদিন ময়নাতদন্তের রিপোর্টের পর নতুন এসপিও জানান, দুলাল কুমারের মৃত্যু আত্মহত্যাই।

English summary
BJP State president Dilip Ghosh demands it is not suicide, we want CBI investigation. BJP will go to president house to demand of CBI,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X