For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পরিবর্তন আনতে কট্টর হিন্দুত্বের তাস দিলীপের! প্রচারে বিতর্কিত অসীমানন্দও

বিজেপির হয়ে প্রচারে বাংলায় আসছেন অসীমানন্দ। মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় সম্প্রতি বেকসুর খালাস পেয়েছেন তিনি। তবে বিতর্কমুক্ত হতে পারেননি।

Google Oneindia Bengali News

বিজেপির হয়ে প্রচারে বাংলায় আসছেন অসীমানন্দ। মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় সম্প্রতি বেকসুর খালাস পেয়েছেন তিনি। তবে বিতর্কমুক্ত হতে পারেননি। এহেন অসীমানন্দ তথা নবকুমার সরকারকে এনে পরিবর্তনের ধ্বজা তুলে ধরতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যে তিনি অসীমানন্দের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন।

বাংলায় পরিবর্তন আনতে কট্টর হিন্দুত্বের তাস দিলীপের! প্রচারে বিতর্কিত অসীমানন্দও

[আরও পড়ুন: সিপিএম ভেঙে নতুন পার্টি! পার্টি কংগ্রেসের চোরাস্রোতে 'তাসের ঘর' হওয়ার অপেক্ষা][আরও পড়ুন: সিপিএম ভেঙে নতুন পার্টি! পার্টি কংগ্রেসের চোরাস্রোতে 'তাসের ঘর' হওয়ার অপেক্ষা]

শুক্রবার দিলীপ ঘোষ বর্ধমানে বলেন, বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনতে বড় ভূমিকা নেবেন অসীমানন্দ। তিনি আদিবাসী মানুষকে নিয়ে এক সময়ে অনেক কাজ করেছেন। তাঁর সঙ্গে তৃণমূল স্তরের মানুষের যোগাযোগ ছিল। তিনি যেহেতু রাজনীতির লোক নন, তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন। বোঝাবেন কেন পরিবর্তন দরকার এই বাংলায়।

সোমবার মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় অসীমানন্দকে বেকসুর খালাস করে এনআইএ আদালত। তার চারদিনের মধ্যেই বঙ্গ বিজেপি হিন্দুত্বের তাস ফেললেন অসীমানন্দকে বাংলায় প্রচারে আনার কথা বলে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অসীমানন্দ নিজে বাংলায় প্রচার চালানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বাংলায় কাজ করতে চান। বাংলার পরিবর্তনে বড় ভূমিকা নেবেন তিনি। তাঁর সঙ্গে ইতিমধ্যে কথাও হয়েছে।

বাংলায় পরিবর্তন আনতে কট্টর হিন্দুত্বের তাস দিলীপের! প্রচারে বিতর্কিত অসীমানন্দও

কিন্তু সদ্য বেকসুর খালাস হয়ে কাজের জন্য বাংলাকেই কেন বেছে নিলেন অসীমানন্দ? দিলীপ ঘোষ বলেন, প্রথমত বাংলার মানুষ অসীমানন্দ। হুগলির কামারপুকুরের বাসিন্দা তিনি। এই রাজ্যের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। এই রাজ্যে তিনি আদিবাসীদের নিয়ে অনেক কাজ করেছেন আগে। এবার পরিবর্তনের যুদ্ধে সামিল হতে চান। তাঁকে কাজে লাগিয়ে বাংলায় পরিবর্তন হাসিল করতে চাইছেন দিলীপ ঘোষরা।

বিজেপি রাজ্য সভাপতির এই সিদ্ধান্তে অনেকটাই পরিষ্কার যে, বঙ্গ বিজেপি রাজ্য দখলে কট্টর হিন্দুত্বের পথে হাঁটতে চলেছে। রামনবমী-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাংলার মানুষ যেভাবে রাস্তায় নামছে, তাকেই ঢাল বানাতে চাইছে বিজেপি। আর সেই লক্ষ্যে অসীমানন্দকে আনা বিজেপির একটা মস্তবড় চাল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিস্ফোরণ-সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত অসীমানন্দকে দিয়ে জনমানসে কতটা প্রভাব ফেলতে পারবে বিজেপি, তা নিয়ে সন্দেহ রয়েই যায়।

English summary
BJP state president Dilip Ghosh decides Asimananda will come in Bengal for campaign. He will do campaign home to home in target of change,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X