For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে এখন মানভঞ্জনের পালা, জঞ্জাল সরিয়ে বাংলায় সুশাসন আনার বার্তা দিলীপের

তৃণমূলে এখন মানভঞ্জনের পালা, জঞ্জাল সরিয়ে বাংলায় সুশাসন আনার বার্তা দিলীপের

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তৃণমূলকে ফের একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুকে নিয়ে যখন প্রতিদিনই নিত্যনতুন জল্পনা তৈরি হচ্ছে, তা দারুনভাবে উপভোগ করছেন বিজেপি নেতারা। তারই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসকে।

তৃণমূলে এখন মানভঞ্জনের পালা চলছে

তৃণমূলে এখন মানভঞ্জনের পালা চলছে

দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে এখন মানভঞ্জনের পালা চলছে। ওই পার্টিটার ভিতরের অবস্থা খুব শোচনীয়। কোনওদিনও ভালো ছিল না। এখন তো নেই-ই। ওরা তাই ঘর সামলাতে ব্যস্ত। মানভঞ্জন করতে করতেই ভোট এসে যাবে। তৃণমূলের প্রতি বিশ্বাস নেই ওদের কর্মীদেরই।

জঞ্জাল সরিয়ে বাংলায় সুশাসন আসবে

জঞ্জাল সরিয়ে বাংলায় সুশাসন আসবে

তৃণমূলকে আগেই আবর্জনা পার্টি বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এবার তিনি বলেন, জঞ্জাল সরিয়ে একুশের নির্বাচনেই বাংলায় প্রতিষ্ঠা হবে সুশাসন। বিজেপি একমাত্র প্রস্তুত আছে একুশের নির্বাচনের জন্য। বাকিরা সবাই দল সামলাতেই ব্যস্ত। তৃণমূল তো আদৌ প্রস্তুত নয়।

পার্টিকর্মীদের উপর ভরসা নেই নেতৃত্বের

পার্টিকর্মীদের উপর ভরসা নেই নেতৃত্বের

তৃণমূলের ভিতরের রূপটা বেরিয়ে পড়েছে। পার্টির কর্মীদের উপরই ভরসা নেই পার্টি নেতৃত্বের। যে পার্টির হাল এমন হয়, সেই পার্টি চলতে পারে না। তৃণমূলও চলবে না। এবার তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। বাংলায় নতুন সরকার গড়বে বিজেপিই।

তৃণমূল পতনের দিকে ছুটে চলেছে

তৃণমূল পতনের দিকে ছুটে চলেছে

সম্প্রতি তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে বলে কটাক্ষ করেছিলেন সায়ন্তন বসু থেকে শুরু করে দিলীপ ঘোষ। সেইমতোই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নেতা-বিধায়ক-মন্ত্রীরা বেসুরো গাইছেন। কেউ ইস্তফা দিচ্ছেন, কেউ দাঁড়াতে চাইছেন না, কেউ দলের প্রতি প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূল পতনের দিকে ছুটে চলেছে।

 শুভেন্দু দল ছাড়লে একুশে বিপদ ঘনিয়ে আসবে তৃণমূলে! তারপরেও ৭ দিনের আল্টিমেটাম শুভেন্দু দল ছাড়লে একুশে বিপদ ঘনিয়ে আসবে তৃণমূলে! তারপরেও ৭ দিনের আল্টিমেটাম

English summary
BJP state president Dilip Ghosh criticizes TMC on Subhendu Adhikari’s speculation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X