For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুকুরের মতো ছুটবেন তৃণমূল নেতারা! কর্মীদের হাতে বাঁশ নিয়ে তৈরি থাকার পরামর্শ দিলীপের

ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুগলির আরামবাগের সভা থেকে তিনি ফের তৃণমূলকে নিশানায় কু-কথার বাণ ছাড়লেন।

  • |
Google Oneindia Bengali News

ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুগলির আরামবাগের সভা থেকে তিনি ফের তৃণমূলকে নিশানায় কু-কথার বাণ ছাড়লেন। এবার তোপ দাগতে গিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের কুকুর বলতেও দ্বিধা করলেন না তিনি। তোপ দাগলেন, তৃণমূল নেতাদের কুকুরের মতো ছুটিয়ে মারবেন।

কুকুরের মতো ছুটিয়ে মারব

কুকুরের মতো ছুটিয়ে মারব

দিলীপ ঘোষ প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকদেক উদ্দেশ্যে বলেন, হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। যারা রথযাত্রায় বাধা দিচ্ছে তাদের কুকুরের মতো ছুটিয়ে মারব। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এর আগে দিলীপ ঘোষ বাঁশে তেল মাখিয়ে রাখার কথা বলেছিলেন। তারপর গর্তে পুঁতে দেওয়া, শ্মশানে পাঠানোর বার্তা তো আছেই।

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির আরামবাগের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির আরামবাগের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন, যতক্ষণ না গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি মিলছে, ততক্ষণ আইন অমান্য চলবে। আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে রাজ্যজুড়ে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সমস্ত মহকুমা শাসকের দফতর, বিডিও অফিস, জেলাশাসক ও এসপি-র অফিসের সামনে আইন অমান্য করবে বিজেপি।

মোদী-শাহর সভা

মোদী-শাহর সভা

রথযাত্রার মাধ্যমে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে চেয়েছিল বিজেপি। সেই মামলা এখন আদালতে বন্দি। আদালত থেকে মুক্ত হয়ে রথযাত্রার বাস্তব রূপায়ণের জন্য অপেক্ষা না করে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এনে জনসভা করবে বিজেপি। জানুয়ারিতেই দুই শীর্ষ নেতাকে নিয়ে একাধিক সভা করার ভাবনা বঙ্গ নেতৃত্বের।

[আরও পড়ুন; তিন তালাক নিয়ে কেন্দ্র নয়া বিল পেশ করল লোকসভায় ][আরও পড়ুন; তিন তালাক নিয়ে কেন্দ্র নয়া বিল পেশ করল লোকসভায় ]

আদালতেও লড়াই চলবে

আদালতেও লড়াই চলবে

রথযাত্রা আদালতের আঙিনা থেকে রাজ্য প্রশাসনের অলিন্দে এলেও সমাধান সূত্র মেলেনি। তা আবার ফিরে গিয়েছে আদালতে। বিজেপি যেমন অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। শাসকের তরফেও জনস্বার্থ মামলা করা হয়েছে। এখ মামলার ফাঁস থেকে মুক্তি নেই, কারণ শীঘ্রই বড়দিনের ছুটি পড়ে যাবে আদালতে। তবু আইনি লড়াই চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

[আরও পডুন: মুম্বইয়ের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৫, উদ্ধার ৪৭ ][আরও পডুন: মুম্বইয়ের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৫, উদ্ধার ৪৭ ]

English summary
BJP state president Dilip Ghosh criticizes TMC as dog on rath yatra issue. He also gives the suggestion to workers to prepare with bamboo in hand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X