For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের 'ছবি তোলা' মন্ত্রীর নাম জানালেন দিলীপ ঘোষ, রাজ্য-রাজনীতি উত্তাল 'মহাপ্রলয়ে'

তৃণমূলের ছবি তোলা মন্ত্রীর হদিশ দিলেন দিলীপ ঘোষ, রাজ্য-রাজনীতি উত্তাল মহাপ্রলয়ে

Google Oneindia Bengali News

রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে উঠল মহাদুর্যোগের পরেই। বাংলায় কটাক্ষের রাজনীতি সমানে চলছে। শাসক-বিরোধী দ্বন্দ্ব থাকবেই, কিন্তু তা এখন অন্যমাত্রায় চলে গিয়েছে। ফিরহাদ হাকিমকে বাসী মেয়র আখ্যা দেওয়ার পর এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপের নিশানায় তৃণমূলের আর এক ডাকসাইটে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীবকে মোক্ষম কটাক্ষ দিলীপের

রাজীবকে মোক্ষম কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষের কথায়, সেচমন্ত্রী থাকাকালীন রাজীব বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে গিয়ে শুধু ছবি তুলেছেন। কাজের কাজ কিছুই হয়নি। ২০০৯-এ ঘূর্ণিঝড় আয়লায় সুন্দরবন বিধ্বস্ত হওয়ার পর ১০ বছরে কোনও কাজই হয়নি। এ জন্য দায় এড়াতে পারেন না তৃণমূলের মন্ত্রীরা। এতদিন শুধু কাজের বাহানায় ছবি তুলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

টাকা আত্মসাতের অভিযোগ দিলীপের

টাকা আত্মসাতের অভিযোগ দিলীপের

রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বনমন্ত্রী। এর আগে দীর্ঘদিন সেচ দফতর সামলেছেন তিনি। তখনই আলয়া বাঁধ নির্মাণের জন্য টাকা এসেছে মুহুর্মুহু। কিন্তু সেই টাকায় নদী বাঁধ সংস্কার হয়নি। নদী বাঁধ তৈরির টাকা আত্মসাৎ করেছেন মন্ত্রী। আর সেই কারণেই আজ আম্ফানের ঝটকায় প্লাবন হয়ে গিয়েছে। এত বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী।

তৃণমূল সরকারের ব্যর্থতায় রাজ্যে সংকট

তৃণমূল সরকারের ব্যর্থতায় রাজ্যে সংকট

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সরকারের ব্যর্থতার জন্যই আজ রাজ্যে সংকট তৈরি হয়েছে। বাঁধ নির্মাণের কাজ হয়নি, বন্যা নিয়ন্ত্রণ বা ঝড়ের মোকাবিলার জন্যও কোনও কাজ করেনি রাজ্য সরকার। শুধু শিলান্যাস হয়েছে, আর ছবি তোলা হয়েছে। আম্ফানই প্রমাণ করে দিয়ে গিয়েছে, রাজ্যর উন্নয়ন শুধু সাজানো।

মমতার প্রিয়পাত্র দিলীপের নিশানায়

মমতার প্রিয়পাত্র দিলীপের নিশানায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র রাজ্যের গুরুত্বপূর্ণমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করে দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, রাজ্যের বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী। এজন্য তিনি তৃণমূলের একাধিক মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সেই তালিকাও বেশ লম্বা।

অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ দাবি দিলীপের

অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ দাবি দিলীপের

এদিন দিলীপ ঘোষ সরব হন রাজ্যের রেশন, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা প্রভৃতি দফতরের বিরুদ্ধেই। তিনি বলেন, সমস্ত অযোগ্য মন্ত্রী বসে রয়েছেন এইসব দফতরে। অবিলম্বে এদের সবাইকে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজ্যে ধূলিসাৎ হয়ে যাবে সব কিছু। কিছুই রক্ষা করা যাবে না।

উপলব্ধি করছেন ঘাটতি কোথায়! মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে পরিকল্পনা করেননি, বিস্ফোরক শোভনউপলব্ধি করছেন ঘাটতি কোথায়! মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে পরিকল্পনা করেননি, বিস্ফোরক শোভন

English summary
BJP state president Dilip Ghosh criticizes Rajib Banerjee after cyclone Amphan. He says Rajib Banerjee is a minister who is busy to capture his picture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X