For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা যত বেশি সভা করবেন তত লাভ বিজেপির, খোদ দিলীপের মুখেই এখন এ কথা

মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় বেশিবার গেলে বিজেপিরই লাভ বলে ব্যাখ্যা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদিমণি যেখানে বেশি যান, সেখানে তৃণমূলের সর্বনাশ হয়।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় বেশিবার গেলে বিজেপিরই লাভ বলে ব্যাখ্যা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদিমণি যেখানে বেশি যান, সেখানে তৃণমূলের সর্বনাশ হয়। জঙ্গলমহল তার উদাহারণ। এখন আবার পাহাড়ে যাচ্ছেন। পাহাড়ের মানুষ সময় এলেই যোগ্য জবাব দেবেন। অপেক্ষা করুন। উত্তর পাবেন।

মমতা যত বেশি সভা করবেন তত লাভ বিজেপির, খোদ দিলীপের মুখেই এখন এ কথা

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন, দিদিমণি পাহাড়ে ১৫টি বোর্ড তৈরি করেছেন। সবাইকে কোটি কোটি টাকা দিয়েছেন। সেই টাকায় কোনও উন্নয়নই হয়নি। দুর্নীতির আখড়া তৈরি হয়েছে।

[আরও পড়ুন: 'তিলোত্তমা'র শহিদ মিনারে ফাটল! দ্রুত পুরনো রূপ ফেরানোর উদ্যোগ ঐতিহাসিক সৌধের][আরও পড়ুন: 'তিলোত্তমা'র শহিদ মিনারে ফাটল! দ্রুত পুরনো রূপ ফেরানোর উদ্যোগ ঐতিহাসিক সৌধের]

দিলীপ ঘোষের অভিযোগ, দিদিমণি পাহাড়ে গেলে ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকাই ওদের কাজ। আর একটা কাজ হল দিদিমণির সভা হলে বাইরে থেকে লোক নিয়ে আসা। কাজ বলতে এটুকুই। পাহাড়ে ৬০০ কোটি টাকা ওখানে লুঠ হয়েছে। এদিন দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী পাহাড়ে বিজেপিকে হারানোর দিবাস্বপ্ন দেখছেন।

[আরও পড়ুন: পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগে মোদীকে বোল্ড আউটের ডাক অভিষেকের][আরও পড়ুন: পেট্রলের দাম সেঞ্চুরি পূর্ণ করার আগে মোদীকে বোল্ড আউটের ডাক অভিষেকের]

দিলীপ বলেন, মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন পাহাড় হাসছে, জঙ্গলমহল আসছে। উনি যে এ কথায় কতবড় মিথ্যাচার করছে, তার যোগ্য জবাব দিয়েছে জঙ্গলমহল। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তার প্রমাণ। এবার জবাব দেওয়ার পালা পাহাড়ের। পাহাড় ঠিক সময় এলেই জবাব দেবে। পাহাড়ে মানুষের উপর যে অত্যাচার হয়েছে তা ভালোভাবে নেননি মানুষ।

English summary
BJP state president Dilip Ghosh criticizes CM Mamata Banerjee on her hill tour. He says that BJP will profit for Mamata’s tour,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X