For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষ ফের শিরোনামে উঠে এলেন ‘কু-কথা’য়, মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশকেও নিশানা

দিলীপ ফের শিরোনামে উঠে এলেন ‘কু-কথা’য়, মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশকেও নিশানা

Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের বিতর্ক জড়ালেন। আবারও কু-কথায় শিরোনামে উঠে এলেন তিনি। তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন পুলিশকে। খড়্গপুরে বিজেপির এক মিছিল থেকে তিনি একহাত নেন পুলিশকে। মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন। কিন্তু পুলিশকে নিশানা করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে বসেন তিনি।

পুলিশকে নিশানায় দিলীপ

পুলিশকে নিশানায় দিলীপ

পুলিশকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, বিজেপি কর্মীদের দলত্যাগের নেপথ্যে পুলিশই দায়ী। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মীদের উপর চাপ সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। এরপরই পুলিশকে নিয়ে কদর্য মন্তব্য করে হসেন দিলীপ ঘোষ।

পুলিশকে কদর্য আক্রমণ

পুলিশকে কদর্য আক্রমণ

বিজেপি রাজ্য সভাপতি বলেন, তৃণমূল দলের চুনোপুঁটিদের ভয় দেখিয়ে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে পুলিশকে দিয়ে। ওইসব ভাড়াটে সৈন্য দিয়ে হবে না। বিজেপি কারকর্তাদের বুকে আগুন জ্বলছে। ওই পুলিশ, ওই গুন্ডাদের মুখে প্রস্রাব করে দিই আমরা। এরপরই সা সংদের এই মন্তব্য নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।

দিলীপকে পাল্টা তৃণমূলের

দিলীপকে পাল্টা তৃণমূলের

সাংসদের কুকথা নিয়ে সরব হন পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপিত অজিত মাইতি। তিনি দিলীপ ঘোষকে একহাত নিয়ে বলেন, ওসব কথা ওনার মুখেই মানায়। আসলে উনি তো মল-মূত্র ছাড়া কিছু ত্যাগ করেননি। তাই এসব বলছে। একুশের নির্বাচনের ফলাফল দেখলে ওঁনার মলমূত্র ত্যাগও বন্ধ হয়ে যাবে।

দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

এদিন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাথরাসের ঘটনা নিন্দনীয়। আমাদের মুখ্যমন্ত্রী হলে বলতেন এসব দুষ্টু ছেলেদের কাজ। যোগীর রাজ্যে হয়েছে বলেই সঙ্গে সঙ্গে তা সিবিআইয়ের হাতে দিয়েছেন। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তদন্ত সঠিক পথে চালনা করার বার্তা দিয়েছেন।

লাদাখ সংঘাতে ব্যাকফুটে গিয়ে রণকৌশল নিয়ে পাকিস্তানের মুখাপেক্ষী চিন! লালফৌজের অন্দরে কাকে দেখা গেল লাদাখ সংঘাতে ব্যাকফুটে গিয়ে রণকৌশল নিয়ে পাকিস্তানের মুখাপেক্ষী চিন! লালফৌজের অন্দরে কাকে দেখা গেল

English summary
BJP state president Dilip Ghosh comes in headline again to speak bad speech against TMC and police. He attacks CM Mamata Banerjee also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X