For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিভের ‘ধার’ বোঝালেন ‘ঠোঁটকাটা’ দিলীপ, শুধরে দিলেন অভিষেকের ‘ভুল’

শুক্রবার তাঁকে হাতকাটা দিলীপের সঙ্গে তুলনা করে জিভকাটা দিলীপ ঘোষ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেকের সেই ‘ভুল’ সংশোধন করে দিলেন দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে জিভকাটা নন, তিনি বড্ড বেশি ঠোঁটকাটা, তা এবার জানিয়ে দিলেন নিজেই। আসলে তিনি উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তাঁকে হাতকাটা দিলীপের সঙ্গে তুলনা করে জিভকাটা দিলীপ ঘোষ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেকের সেই 'ভুল' সংশোধন করে দিলেন দিলীপ ঘোষ।

অভিষেককে জিভের ‘ধার’ বোঝালেন ‘ঠোঁটকাটা’ দিলীপ

তিনি বলেন, 'আমি ঠোঁটকাটা সবাই জানে। এবার নতুন কথা শুনলাম- আমি জিভকাটা। আমি জিভকাটা নই। আমার জিভের ধার যা ওনারা ভালোই বুঝতে পারছেন। আরও বুঝবেন।' তিনি আরও বলেন, 'আসলে এতদিন তো এভাবে কেউ বলত না। এখন আমি বলছি, তাই খুব গায়ে লাগছে।'

শনিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'তৃণমূল কংগ্রেস সবাইকে নিজেদের তাঁবেদার বানিয়েছিলেন। কারও হিম্মত ছিল না বলার। আমি সেই হিম্মত দেখিয়েছি। বুঝিয়ে দিতে পেরেছি, হিম্মত আছে দিলীপ ঘোষেরই। আমার কথা ওরা হজম করতে পারছে না। তাই হতাশা থেকে বাজে কথা বকছে তৃণমূল। ওদের জ্বালা ধরেছে। এতে আমার কিছু এসে যায় না। ওরা যত জ্বলবে, আমরা ততই এগোব।'

অভিষেককে জিভের ‘ধার’ বোঝালেন ‘ঠোঁটকাটা’ দিলীপ

এদিন হাওড়ার আমতায় মুকুল রায়কে কালো পতাকা দেখানোরও সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন,'ওরা ভয় পেয়েছে তাই বিজেপি নেতারা কোথাও গেলে বিক্ষোভ দেখাচ্ছে, পথ আটকাচ্ছে, কালো পতাকা দেখাচ্ছে। ওনারা যত বিরোধিতা করবেন আমাদের তত লাভ। মানুষ তত আমাদের সঙ্গে আসবেন। আমাদের কাজ বাড়বে, আমরা আরও এগিয়ে যাব। আমরা মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। সবাইকে বুঝিয়ে দিয়ে পেরেছি যে, একমাত্র আমরাই পারি তৃণমূলের বিকল্প হতে।'

তিনি বলেন,'ইতিমধ্যেই সেই পথ চলা শুরু হয়েছে। আমাদের লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার গ্রাম দখল করা। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর ওরা ভয় পেয়ে, আমাদের নোংরা সমালোচনা করছে। সমালোচনা করে আমাদের অগ্রগতিকে ত্বরাণ্বিত করা যাবে না। আমাদের কোনও অসুবিধাই হচ্ছে না বাংলার মানুষের কাছে পৌঁছতে।'

English summary
BJP state president Dilip Ghosh attacks Abhishek Banerjee for his criticized comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X