For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এই পাপের ঘড়া ভেঙে যাবে তৃণমূলের, মমতাকে বিশেষ পরামর্শ দান দিলীপের

২০২১ তো অনেক দূর, ২০১৯-এই তৃণমূলের পাপের ঘড়া ভেঙে খান খান হয়ে যাবে। তাই তৃণমূলকে এখন থেকেই সাবধান করে দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

২০২১ তো অনেক দূর, ২০১৯-এই তৃণমূলের পাপের ঘড়া ভেঙে খান খান হয়ে যাবে। তাই তৃণমূলকে এখন থেকেই সাবধান করে দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তৃণমূলকেই হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত নন তিনি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিলেন পরামর্শ। একইসঙ্গে তৃণমূলের নীল-সাদা দুর্নীতিতে দিলেন কড়া বার্তা।

তৃণমূলের পাপের ঘড়া ভেঙে যাবে

তৃণমূলের পাপের ঘড়া ভেঙে যাবে

তিনি বলেন, ডিসেম্বর রথ বেরোবে বিজেপির। ওই এক রথেই তৃণমূলের ভিত কেঁপে যাবে বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের পাপের ঘড়া ভরে গিয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনেই তা ভেঙে খান খান হয়ে যাবে। ২০২১ সাল পর্যন্ত তৃণমূলের ঘড়া টিকবে না।

দিদিকে বিশ্রামের পরামর্শ

দিদিকে বিশ্রামের পরামর্শ

বিজেপি রাজ্য সভাপতি এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন বিশ্রাম নেওয়ার। তিনি বলেন, ২০২১-এর আগেই দিদিকে কালীঘাটে পাঠিয়ে দেব। বলব, দিদি এতদিন অনেক পরিশ্রম করেছেন, এবার কালীঘাটের বাড়িতে বসে বিশ্রাম করুন। বাংলায় প্রকৃত পরিবর্তন আনব আমরাই।

নীল-সাদা নিশানা

নীল-সাদা নিশানা

এদিন মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। তৃণমূল সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, কলকাতা সাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, নীল সাদা লাইটে ঝলমল করছে। কিন্তু রাজ্যে ১৫০০ কোটি টাকা ইলেকট্রিক বিল বাকি আছে। এই রাজ্যেই বিদ্যুতের বিল সবথেকে বেশি। সারা ভারতে কোনও রাজ্যের এই হাল নয়।

দিলীপের নেতৃত্বে মিছিল

দিলীপের নেতৃত্বে মিছিল

কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বোলপুর রেল ময়দান থেকে শহর পর্যন্ত বিশাল মিছিল করে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হয় বিজেপির। তারপরই রেল ময়দানে একটি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতাদের একহাত নেন বিজেপি রাজ্য সভাপতি।

তৃণমূলকে নিশানা দিলীপের

তৃণমূলকে নিশানা দিলীপের

বিজেপির অভিযোগ, তাপস বাগদিকে তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে। লাভপুর থানায় এই মর্মে অভিযোগ দায়েরও হয়। কিন্তু পুলিশ এই ঘটনার তদন্তে নিষ্ক্রিয় বলে অভিযোগ পরিবারের, অভিযোগ বিজেপিরও। পুলিশ অভিযোগ নিলেও মামলা দায়ের করেনি বলে অভিযোগ তাদের।

English summary
BJP State president Dilip Ghosh advices Mamata Banerjee to take rest. He attacks tmc is ruined in 2019 Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X