For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ধাক্কা কাটিয়ে পুরভোটের প্রস্তুতি বিজেপির, যে অঙ্কে রণনীতি সাজাচ্ছেন সুকান্তরা

একুশের ধাক্কা কাটিয়ে পুরভোটের জন্য তৈরি হচ্ছে বিজেপি। ২০২১-এর ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে চলেছে। তৃণমূলের শক্তঘাঁটিতে ভোট এবার।

  • |
Google Oneindia Bengali News

একুশের ধাক্কা কাটিয়ে পুরভোটের জন্য তৈরি হচ্ছে বিজেপি। ২০২১-এর ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে চলেছে। তৃণমূলের শক্তঘাঁটিতে ভোট এবার। এই ভোটকেই বিজেপি পাখির চোখ করতে চাইছে। তৃণমূলকে ধাক্কা দিতে গেরুয়া শিবির অঙ্ক কষছে পুরসভা ভোটকে নিয়ে। সেই কারণেই বিজেপি জোর দিয়েছে সংগঠন মজবুত করতে।

তৃণমূলের বিরুদ্ধে লড়াই সঙ্ঘবদ্ধ করতে

তৃণমূলের বিরুদ্ধে লড়াই সঙ্ঘবদ্ধ করতে

বিজেপি এবার পুরভোটে তাঁদের লড়াই জোরদার করতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপি জানে তাঁরা কলকাতায় তেমন শক্তিশালী নয়। উত্তর কলকাতায় তবু বিজেপির সংগঠন একটু শক্তিশালী, কিন্তু দক্ষিণ কলকাতা বা শহরতলিতে তা সেভাবে গড়েই ওঠেনি। আর এই দুর্বল সংগঠন নিয়ে যে কলকাতা পুরসভা দখলের স্বপ্ন দেখা বাতুলতা, তাও বিলক্ষণ জানে বিজেপি নেতৃত্ব। তবু তারা চেষ্টার কসুর করছে না তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে সঙ্ঘবদ্ধ করতে।

প্রার্থী খাঁড়া করে প্রচারকে তুঙ্গে তুলতে পরিকল্পনা

প্রার্থী খাঁড়া করে প্রচারকে তুঙ্গে তুলতে পরিকল্পনা

কলকাতার পাশাপাশি হাওড়াতেও পুরসভা নির্বাচন। আর হাওড়াতেও বিজেপির সংগঠন তেমন মজবুত নয়। হাওড়া শহরের কতিপয় ওয়ার্ড ছাড়া বিজেপি তেমন শক্তিশালী নয়। এই অবস্থায় প্রার্থী খোঁজার কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। তারা চাইছে লড়াই দেওয়ার মতো প্রার্থী খাঁড়া করে প্রচারকে তুঙ্গে তুলতে।

একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভা

একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভা

একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১২টি ওয়ার্ডে। এই পরিসংখ্যানই বলছে, কলকাতা পুরসভার আসন্ন লড়াই কতটা একপেশে হতে পারে। কিন্তু বিজেপি চাইছে না এবার লড়াই একপেশে হোক। বরং তৃণমূলকে কড়া টক্কর দিতে তারা তৈরি হচ্ছে এখন থেকেই।

বিজেপি লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে চাইছে

বিজেপি লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে চাইছে

২০২১-এর তুলনায় ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতায় আরও বেশি ওয়ার্ডে লিড ছিল বিজেপির। যদিও একুশের নির্বাচনের পর তার কোনও গুরুত্ব নেই। এখন একুশের নির্বাচন অনুযায়ী যে ব্যবধান তৈরি হয়েছে, তার উপর ভিত্তি করেই বিজেপি লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে চাইছে।

প্রচারের জন্য অন্তত হাতে এক মাস সময় চাইছে বিজেপি

প্রচারের জন্য অন্তত হাতে এক মাস সময় চাইছে বিজেপি

কলকাতার মতো হাওড়াতেও বিজেপির ওয়ার্ডগত অবস্থান খুব ভালো নয়। হাওড়া পুরসভার ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫৯টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে রয়েছে। মাত্র ৭টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। কলকাতা ও হাওড়ায় পিছিয়ে থেকেই বিজেপি তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্র তৈরি করতে মরিয়া। বিজেপির বঙ্গ নেতৃত্বের তরফে দলের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও হাওড়া শহর সাংগঠনিক জেলার নেতাদের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। বিজেপি নেতারা চাইছে প্রার্থী ঠিক করে প্রচারের জন্য অন্তত হাতে এক মাস সময় রাখতে।

English summary
BJP starts to prepare for Municipal election after huge loss in 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X