
ইস্টওয়েস্ট মেট্রোতে বাবুলের কৃতিত্ব মেনে নিয়েও খোঁচা দিলেন বিজেপির তথাগত
সম্প্রতি একটি বাংলা টিভি চ্যানেলে বক্তব্য রাখছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। সেখানেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ তুলে তিনি বলেন,আমি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ করেছিলাম, কিন্তু বিজেপি কি কৃতিত্ব দেবে? এরই উত্তর এবার ফেসবুকে দিলেন বিজেপির একসময়ের রাজ্য সভাপতি ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে তথাগত বাবুলকে উদ্ধৃত করে লেখেন, 'আমি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ করেছিলাম, কিন্তু বিজেপি কি কৃতিত্ব দেবে? কটাক্ষ বাবুলের! বিজেপি দিক বা না দিক আমি (বাবুলকে কৃতিত্ব) দেব। কারণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সমস্যা আমি এবং আমার সহকর্মী বিশ্বনাথ ভুঁইয়া, দুজনে মিলে বুঝিয়েছিলাম। বিষয়টি এত জটিল যে না বোঝালে বাবুলের পক্ষে কিছু করা সম্ভব হতো না।বিষয়টি বোঝবার পরে বাবুল যে পদক্ষেপ নিয়েছিলেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।'
ঠিক এভাষাতেই বাবুলের প্রশংসা করেন তথাগত৷ কিন্তু তারপরই তাঁর দিকে কটাক্ষ ফিরিয়ে দেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। ওই পোস্টেয় তিনি আরও লেখেন, 'কিন্তু এসব কথা উঠছে কেন? মন্ত্রী থাকাকালীন বাবুল যে কোনো কাজ করেননি এমন কথা তো কেউ বলছে না। কিন্তু মন্ত্রীপদ চলে যাবার পরে (তা যে কারণেই হোক) বাবুল যা করেছেন তা অপরিণত মস্তিষ্কের (immaturity) পরিচয় দেয়। অভিমান করে আর যাই চলুক, রাজনীতি যে চলে না সেটা বাবুল নিশ্চয়ই টের পাচ্ছেন।'
চিদম্বরমের বাড়িতে জোটবার্তা নিয়েই যাওয়া হয়েছিল কিন্তু...! গোয়াতে বোমা ফাটালেন অভিষেক
প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াকে নিজের অস্ত্র বানিয়ে রেখেছেন তথাগত বাবু৷ প্রায় প্রতিদিনই নিত্য নতুন বিষয়ে টুইট ও ফেসবুক পোস্টে তিনি বিতর্ক তৈরি করেন। কখনও কিছু বিষয় দলের কোনও নেতা বা তাঁদোর কাজের দিকেই আঙুল তুলে আবার কখনও তথাগত বাবুর অস্ত্রের অভিমুখ হন বিরোধীরা৷ বৃহস্পতিবার যেমন তথাগতর ফেসবুক পোস্টের অভিমুখ ছিলেন বাবুল৷ যদিও এই প্রথম নয় বাবুলের বিজেপি ছাড়ার সময়ও তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট ও টুইট করেছিলেন তথাগত৷ সে সময়ও তাঁদের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছিল।এখন দেখার তথাগতর এই পোস্টের কী উত্তর দেন বাবুল৷