For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গে বইতে শুরু করেছে গেরুয়া হাওয়া! তিন থেকে বেড়ে বিধানসভায় এক লাফে ১৩-য় বিজেপি

একটা নির্বাচনে জিতেই বঙ্গ বিজেপির পালে হাওয়া ধরেছে। তরতরিয়ে এগিয়ে চলেছে গেরুয়া নৌকা। সেই নৌকাতে চেপেই তিন থেকে বেড়ে ১৩ হয়েছে বিজেপি।

Google Oneindia Bengali News

একটা লোকসভা নির্বাচনে জিতেই বঙ্গ বিজেপির পালে হাওয়া ধরেছে। তরতরিয়ে এগিয়ে চলেছে গেরুয়া নৌকা। সেই নৌকাতে চেপেই তিন থেকে বেড়ে ১৩ টি বিধায়ক হয়েছে বিজেপির। এই সংখ্যা আরও চারগুণ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির হালে হাওয়া আনার অন্যতম কাণ্ডারি মুকুল রায়। লোকসভা নির্বাচনের পর থেকেই শক্তি বাড়িয়ে চলেছে পদ্ম শিবির।

তিন থেকে বেড়ে ১৩

তিন থেকে বেড়ে ১৩

২০১৬-র বিধানসভা নির্বাচনে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। আর লোকসভায় ১৮ আসনে সাফল্যের পর সেই সংখ্যাটাকে একবারে ১৩-য় নিয়ে গিয়েছে মুকুল রায়-রা। বিধানসভা উপনির্বাচনে ইতিমধ্যে চার আসনে বিজয়ী হয়েছে গেরুয়া শিবির। আরও কয়েকটি উপনির্বাচনে জয়ের টার্গেট করেছে তারা।

২০১৬ বিধায়ক যাঁরা

২০১৬ বিধায়ক যাঁরা

বিগত বিধানসভা নির্বাচনে মাদারিহাটে মনোজ টিগ্গা, বৈষ্ণবগরে স্বাধীন সরকার এবং খড়গপুর সদরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়ী হন বিজেপির টিকিটে। তিনি বর্তমানে মেদিনীপুরের সাংসদ। ফলে তাঁর বিধায়ক পদ বর্তমানে নেই। খড়গপুর সদরে খুব শীঘ্রই উপনির্বাচন হবে। ফলে তিন কমে হয় দুই।

উপনির্বাচনে চার আসনে জয়ী

উপনির্বাচনে চার আসনে জয়ী

লোকসভা নির্বাচনের সঙ্গে যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়, তার মধ্যে চারটি আসনে বিজয়ী হয়েছে বিজেপি। ভাটপড়ায় পবন সিং, দার্জিলিংঙে নীরজ তামাং জিম্বা, হবিবপুরে জোয়েল মুর্মু এবং কিষাণগঞ্জে আশিস বিশ্বাস জয়ী হন। ফলে দুই থেকে বেড়ে বিজেপি বিধায়ক হন ছ-জন।

দলত্যাগী বিধায়কের সংখ্যা ৭

দলত্যাগী বিধায়কের সংখ্যা ৭

লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর বিজেপিতে একাধিক সাংসদ যোগ দিয়েছেন। সম্প্রতি যোগ দিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। এর আগে যোগ দিয়েছেন লাভপুরের মনিরুল ইসলাম, বীজপুরের শুভ্রাংশু রায়। এছাড়াও বিজেপিতে আসেন বাগদা ও বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক দুলালচন্দ্র বর ও তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদ সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়। এখনও পর্যন্ত মোট সাতজন অন্য দল থেকে বিজেপিতে এসেছেন।

বিজেপির মোট বিধায়ক ১৩

বিজেপির মোট বিধায়ক ১৩

রাজ্য বিধানসভায় বিজেপির টিকিট জেতা বিধায়কের সংখ্যা বর্তমান ছয়। আর অন্য় দল থেকে বিজেপিতে আসা বিধায়কের সংখ্যা সাত। সব মিলিয়ে রাজ্য বিধানসভায় বিজেপির শক্তি বর্তমানে ৩ থেকে বেড়ে ১৩। এই সংখ্যাটিতে খুব দ্রুত বাড়তে চাইছে গেরুয়া শিবির।

উপনির্বাচনে জয় লক্ষ্য

উপনির্বাচনে জয় লক্ষ্য

এবার তিনটি আসনে উপনির্বাচন হবে রাজ্যে বিধানসভায়। খড়গপুর সদর, কালিয়াগঞ্জ, করিমগঞ্জের ভোটেও জয়ই পাখির চোখ করেছে বিজেপি। তা সম্ভব হলে বিধায়ক সংখ্যা বেড়ে ১৬ দাঁড়াতে পারে। লোকসভা নির্বাচনেও খড়গপুর সদর আসনে এগিয়ে বিজেপি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও এগিয়ে বিজেপি। করিমগঞ্জে অবশ্য লোকসভা ভোটের নিরিখে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

English summary
BJP’s strengthen increases three to 13 in West Bengal assembly. After Lok Sabha Election BJP is increased in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X