For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম নাম ছেড়ে কৃষ্ণের স্মরণ কেন নিলেন বিজেপির সৌমিত্র! লিখে ফেললেন ‘১১৭৬ হরেকৃষ্ণ’

রাম নাম ছেড়ে কৃষ্ণের স্মরণ কেন নিলেন বিজেপির সৌমিত্র! লিখে ফেললেন ‘১১৭৬ হরেকৃষ্ণ’

  • |
Google Oneindia Bengali News

বিজেপি নেতা সৌমিত্র খাঁ এবার নতুন এক অবস্থান নিলেন। পুরভোটের আগে সৌমিত্র স্মরণ নিলেন কৃষ্ণের। কিন্তু কেন তিনি এই পন্থা নিলেন? তবে কি জয় শ্রীরামে ভরসা হারাচ্ছেন বাংলার বিজেপি নেতা? বেশ কিছুদিন ধরে ফেসবুকে ট্রেন্ড হয়েছে '১১৭৬ হরে কৃষ্ণ'। এবার সেই ট্রেন্ড ফলো করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

এবার সৌমিত্রও কৃষ্ণ-শরণে

এবার সৌমিত্রও কৃষ্ণ-শরণে

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর জয় শ্রীরামের বদলে নতুন এক স্লোগান চালু করেছিলেন। তিনি প্রায় প্রতিটি সভাতেই তখন রামের বদলে কৃষ্ণের স্মরণ নিয়েছিলেন। প্রতিটি সভাতেই তাঁকে বলতে শোনা যেত- কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম নাম রেখেই তিনি কৃষ্ণকে জুড়েছিলেন তাঁর রাজনীতির পথে। এবার সৌমিত্রও কৃষ্ণ-শরণে এলেন।

সৌমিত্রর অবস্থান বদলে জল্পনা

সৌমিত্রর অবস্থান বদলে জল্পনা

বিধানসভা ভোটে জয় শ্রীরাম হোক বা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে- কোনও স্লোগানই বিজেপিকে সাফল্যের মুখ দেখায়নি। মুখ থুবড়ে পড়তে হয়েছে বিধানসভা ভোট ও উপনির্বাচনে। তারপর কলকাতা পুরভোটেও পর্যুদস্ত হয়েছে বিজেপি। এবার সামনে বাকি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে একে একে। তার আগে সৌমিত্রর অবস্থান বদলে জল্পনা তৈরি হয়েছে।

বিজেপিতে যখন মাথাচাড়া দিয়েছে বিদ্রোহ

বিজেপিতে যখন মাথাচাড়া দিয়েছে বিদ্রোহ

বর্তমানে বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহ। বিধায়ক-সাংসদরা দলের হ্যোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ছেন। রাজ্য কমিটি ঘোষণার পর থেকেই বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছে। রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি পদ হারিয়েছেন সৌমিত্রও। এই পরিস্থিতিতে বিদ্রোহ-অশান্তি দূরে সরিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন বিজেপির অনেক নেতাই। এবার কি তবে সেই পথেই হাঁটলেন সৌমিত্র খাঁ।

ফেসবুকে সৌমিত্র লিখলেন ‘১১৭৬ হরে কৃষ্ণ’

ফেসবুকে সৌমিত্র লিখলেন ‘১১৭৬ হরে কৃষ্ণ’

সৌমিত্র খাঁ ফেসবুকে লিখলেন '১১৭৬ হরে কৃষ্ণ', যা এখন রীতিমতো ভাইরাল। সকলেই নেই পোস্ট করছেন। অনেকে সিরিয়াসলি নিচ্ছেন এই পোস্টটিকে। বেশিরভাগই হাসি-মজা করছেন। অনেকের বিশ্বাস এই নম্বর লিখলে মনস্কামনা পূর্ণ হয়। তাই সৌমিত্র খাঁও কি মনস্কামনা পূর্ণ করার জন্যই লিখলেন '১১৭৬ হরে কৃষ্ণ'।

সৌমিত্র খাঁয়ের ট্রেন্ডিং নিয়ে চর্চা

সৌমিত্র খাঁয়ের ট্রেন্ডিং নিয়ে চর্চা

নিজের ফেসবুক পেজে বিজেপি নেতা সৌমিত্র খাঁ লিখলেন- '১১৭৬ হরে কৃষ্ণ', হরেকৃষ্ণ। এই ট্যাডলাইনের পাশাপাশি তিনি লিখলেন- হরেকৃষ্ণ তো বলতেই পারি। যদি মনস্কামনা পূর্ণ করার জন্য তাঁর এই '১১৭৬ হরে কৃষ্ণ' স্মরণ হয়, তবে কি তাঁর মনস্কামনা? তিনি কি বিজেপির সোনার বাংলার গড়ার কারিগর হতেই কৃষ্ণর স্মরণ নিলেন, নাকি অন্য কোনও লক্ষ্য রয়েছে তাঁর? তা নিয়ে চর্চা চলছেই। সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁয়ের এই ট্রেন্ডিং নিয়ে সরব অনেকেই।

English summary
BJP’s Soumitra Khan takes remembrance Shree Krishna instead of Shree Ram on Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X