হিন্দু বাঙালির কী যে হবে! KMC নির্বাচনের ফল বেরনোর পর আক্ষেপ তথাগত রায়ের
ফেসবুক পোস্টে বারবার বাঙালি হিন্দুদের পক্ষে বক্তব্য রাখতে দেখা যায় তথাগত রায়কে৷ নিজের লেখা বই, 'যা ছিল আমার দেশ'-এও বাঙালিদেশ থেকে শরণার্থী হয়ে আসা হিন্দু বাঙালিদের কষ্ট দুর্দশা ও ওপারে ধর্মের কারণে হওয়া অত্যাচারের কথা তুলে ধরেছেন তথাগত। অরুনাচল, মেঘালয়, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল আবারও একবার বাঙালি হিন্দুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন৷ পাশাপাশি বঙ্গ-বিজেপিকে আত্ম বিশ্লেষন করার কথা বললেন তথাগত৷

আত্মবিশ্লেষন করুক বঙ্গ-বিজেপি, বললেন তথাগত!
বুধবার একটি পোস্টে তথাগত লেখেন, 'একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না। তৃণমূল দলটার চরম অসাধুতার প্রকাশ এইখানে, যে তারা জানত তারা ভালভাবেই জিতবে, কিন্তু তা সত্ত্বেও তারা গুন্ডামি, বদমায়েশি, ছাপ্পা করেছে, পুলিশকে দিয়ে দলদাসের মতো আচরণ করিয়েছে। কিন্তু এটা বিজেপির পক্ষে আত্মবিশ্লেষণ না করার কোনো কারণ হতে পারে না।

আরও কী লিখলেন তথাগত?
ওই পোস্টেই তথাগত আরও লিখেছেন, 'বস্তুত বিজেপির শতাংশের হিসেবে তৃতীয় স্থানে নেমে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বিধানসভা নির্বাচনে যে বিপর্যয় হয়েছিল এটা তারই প্রসারণ। যদি দল তার পরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে 'তিন থেকে সাতাত্তর', তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ 'সৌজন্য'।'

গীতার শ্লোকের উল্লেখ করে তথাগতর লেখেন বাঙালি হিন্দুর যে কী হবে!
পোস্টের একদম শেষে তথাগত লিখেছেন, 'ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, "নাসতো
বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ" (ভগবদ্গীতা ২:১৬)। তৃণমূলের মত কাটমানি-সিন্ডিকেট-দুর্নীতিতে নিমজ্জিত অসৎ দল কখনো টিকতে পারে না। শুধু তার জায়গা নেবার কেউ নেই বলেই এখনো তারা দাপিয়ে যাচ্ছে। হিন্দু বাঙালির কি যে হবে !'
(তথাগত রায় বাবুর ফেসবুক পোস্টের মূল বয়ানে কোনও রকম পরিবর্তন করা হয়নি ওয়ানইন্ডিয়াবাংলার পক্ষ থেকে।)
