দলের কর্মী খুনে চরম হুঁশিয়ারি দিলেন সায়ন্তন! তুললেন বুদ্ধিজীবীদের কথাও
দলের কর্মী খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সকালে হুগলির গোঘাটে উদ্ধার
হয় বিজেপি কর্মী কাশীনাথ ঘোষের দেহ। কয়েক ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যান সায়ন্তন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রশাসনকে ৭২ ঘন্টা সময়
দেওয়া হচ্ছে। এর মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করতে পারলে আরামবাগ অচল করে দেওয়া হবে।

বিজেপির অভিযোগ
বিজেপির অভিযোগ কাশীনাথ ঘোষকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। তাঁকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু কাশীনাথ তা মানেননি।
তাঁর ফোনের কল রেকর্ডস রয়েছে বলেও দাবি করেন সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকে তাদের দলের ৮২ জন কর্মীকে খুন করা হয়েছে।

সায়ন্তনের হুঁশিয়ারি
কর্মী খুনের পর ঘটনাস্থলে গিয়ে সায়ন্তন বসু বলেন, লোকসভা ভোটের পর থেকে যেসব এলাকার পরিস্থিতি খারাপ তার মধ্যে রয়েছে আরামবাগ। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই খুনের সঙ্গে জড়িতদের ৭ ২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আরামবাগ অচল করে দেওয়া হবে। প্রতিবাদের সেই রাস্তায় বিক্ষোভ থেকে বনধ সবই থাকতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি।

নিশানায় বুদ্ধিজীবীরা
এদিন গোঘাট থেকে বুদ্ধিজীবীদেরও নিশানা করেন সায়ন্তন বসু। তিনি বলেন যাঁরা জয় শ্রীরাম নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, তাঁরা এখন কোথায়। তাঁরা কি কাশীনাথ ঘোষের মতো বিজেপি কর্মীদের খুনের ঘটনা দেখতে পাচ্ছেন না, প্রশ্ন করেন চতিনি।