For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে মমতার মতো ছড়া পোস্ট করে, বাবুল-মুকুল-মদনকে খোঁচা বিজেপির সায়ন্তন বসুর

ফেসবুকে মমতার মতো ছড়া পোস্ট করে, বাবুল-মুকুল-মদনকে খোঁচা বিজেপির সায়ন্তন বসুর

  • |
Google Oneindia Bengali News

শেষ ক'বছরে ফেসবুকে মাঠে রাজনৈতিক জনসভা, বৈঠক, রাস্তায় স্লোগান যুদ্ধ অনেকটায় কমিয়ে দিয়েছে৷ বামদের আমলে যেখানে প্রায় প্রতিদিন আমেরিকায় ধণতন্ত্র থেকে গাজায় গণতন্ত্র নিয়ে কোনও একটা আন্দোলন করতেন খোদ বামপন্থীরাই সেখানে এখন যে কোনও দল রাস্তায় নেমে আন্দোলন করে রীতিমতো পাঁজিতে দিনক্ষণ দেখে! বাকি ৩৬০ দিন ফেসবুকই এক দলের নেতা অন্য দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে খোঁচা দেওয়া ফেসবুক পোস্ট করে থাকেন৷

কোন রাজনৈতিকরা ফেসবুকে বেশি সক্রিয়!

কোন রাজনৈতিকরা ফেসবুকে বেশি সক্রিয়!

এই তালিকায় প্রথম দু-তিনটি নাম যদি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, বামেদের শতরূপ ঘোষ এবং বিজেপির তথাগত রায়। যদিও ইদানিং এই তালিকায় থাকছেন অনেক বঙ্গ-নেতাই৷ বাবুল সুপ্রিয় একসময় ফেসবুক টুইটারে বিজেপির হয়ে ঝোড়ো ব্যাটিং করতেন এখন তিনি তৃণমূলে একটু চেপে খেলছেন শুরুটা৷ বিজেপির দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, দেবজিৎ সরকার, তরুজ্যোতি তিওয়ারও অবশ্যই রয়েছেন বিভিন্ন রাজনৈতিক খোঁচা মিশ্রিত ফেসবুক পোস্ট কারীর তালিকায়।

কী পোস্ট করেছেন BJP'র সায়ন্তন বসু?.

কী পোস্ট করেছেন BJP'র সায়ন্তন বসু?.

শুক্রবার রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছড়া পোস্ট করেছেন৷ যার শেষে লেখা রয়েছে, কার লেখা কিছুতেই বলব না, সঙ্গে দুটো হাসির ইমোজি৷ কিন্তু কী ছড়া পোস্ট করেছে সায়ন্তন? ছড়াটির হেডিং'শারদীয় কবিতা।'সম্পূর্ণ ছড়াটি যেরকম সায়ন্তন ফেসবুকে পোস্ট করেছেন তা হুবহু তুলে দেওয়া হল, 'শুভরাত্রি, নবরাত্রি, প্যান্ডেল যাত্রী/মানুষ মাটি দিয়ে বানায় জগদ্ধাত্রী।/মহিষ করে হাম্বা, সিংহ করে গুমগুম্
শরৎকালে বৃষ্টি পড়ে ঝুম ঝুম।/গাছে মুকুল, ঘরে বাবুল,মাঠে মদন/মহালয়ায় উদ্বোধন, ষষ্ঠীতে বোধন/এক মাইল ধরণী, পাঁচ মাইল ডহর
হেলো হাই, ফিশ ফ্রাই, মেতেছে শহর।/আব্বা, জোব্বা, তোওবা, চাঁদ, মুদি, হালুম/আর কাউকে পেলাম না, তাই আপনাকে দিলুম।
ছড়ার সঙ্গে একেবারে শেষ লেখা
'কার লেখা, কিছুতেই বলব না'।

কী বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা?

কী বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা?

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পোস্টে জুড়ে মুখ্যমন্ত্রীর ছড়া লেখার স্টাইলটিকে তুলে ধরা হয়েছে৷ কিন্তু বিষয়বস্তুতে রাখা হয়েছে রাজনৈতিক শ্লেষ।
যেমন, গাছে মুকুল, ঘরে বাবুল,মাঠে মদন/মহালয়ায় উদ্বোধন, ষষ্ঠীতে বোধন। এই পঙক্তি দুটিতে ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুল রায় ও বাবুল সুপ্রিয়কে খোঁচা দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ পাশাপাশি মদন মিত্রের সাম্প্রতিক তম মহালয়ার গান নিয়েও বলা হয়েছে।

কে লিখেছেন এই ছড়া?

কে লিখেছেন এই ছড়া?

সায়ন্তন করা এই ফেসবুক পোস্টটি ইতিমধ্যেই বিজেপি সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়েছে৷ যূিও সায়ন্তন কোথাও বলেননি যে এটি তিনি নিজে লিখেছেন৷ তবে সায়ন্তনের পোস্টে সমর্থকরা এসে কমেন্ট করে জানিয়েছেন তাঁরা বুঝতেৃপারছেন এটি আদপে কার লেখ!

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Sayantan fangs the defector Babul by posting a rhyme. By coping Mamta's style bjp's Sayantan Basu posted a rhymes tergeting Madan Mukul of TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X