For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা লন্ডন না হয়ে করাচি হওয়ার পথে! ৫০ জনের মোকাবিলায় যাবে বিজেপির ৫০০০, হুঁশিয়ারি সায়ন্তন বসুর

কলকাতা লন্ডন না হয়ে করাচি হওয়ার পথে! ৫০ জনের মোকাবিলায় যাবে বিজেপির ৫০০০, হুঁশিয়ারি সায়ন্তনের

  • |
Google Oneindia Bengali News

সিএএ-র বিরুদ্ধে ছাত্র নাম দিয়ে কলকাতায় যারা আন্দোলন করছে, তাঁরা কেউ ছাত্র নয়। তার চিরকূট। বিজেপি লোকজন কয়েক ঘা দিলেই পালিয়ে যাবে। এমনটাই মন্তব্য রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সায়ন্তন বসুর। বিজেপি মেনে নিলেও বেশিদিন তা চলতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন তিনি।

'আন্দোলনকারীরা ছাত্র নয়'

'আন্দোলনকারীরা ছাত্র নয়'

কলকাতায় সিএএ-র বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা কেউই ছাত্র নয়। চিরকূট। বিজেপির লোকজন কয়েক ঘা দিলেই সব পালিয়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

৫০ জনের মোকাবিলায় যাবে ৫০০০

৫০ জনের মোকাবিলায় যাবে ৫০০০

সায়ন্তন বসু বলে ৫০-৬০ জন লাফালাফি করছে। তাদের ৫০০০ লোক গিয়ে তাদের তুলে নিয়ে চলে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেদিন চাইবেন, সেদিনই এই কাজ করা যাবে বলেও জানিয়েছেন তিনি।

'মমতা খেলছেন ছাত্রদের কোলে'

'মমতা খেলছেন ছাত্রদের কোলে'

সায়ন্তন বসু কটাক্ষ করে বলেন, বিজেপি মেনে নিচ্ছে কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়য ছাত্রদের কোলে খেলছেন। লোক কমতে শুরু করেছে। এরপর মশা-মাছির কামড়ে তা আরও ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

 'কলকাতা করাচি হওয়ার পথে'

'কলকাতা করাচি হওয়ার পথে'

হাওড়ার ভারত মাতার পুজো না হতে দেওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন সায়ন্তন বসু। তিনি বলেন, রাজ্যটা এখন পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে। আর কলকাতা লন্ডন না হয়ে করাচি হওয়ার পথে। তাঁর প্রশ্ন ভারত মাতার পুজো কি পাকিস্তানে হবে।

'আট্টারি-ওয়াঘা সীমান্তে পরিণত হয়েছে শাহিনবাগ', দাবি গিরিরিজা সিংয়ের 'আট্টারি-ওয়াঘা সীমান্তে পরিণত হয়েছে শাহিনবাগ', দাবি গিরিরিজা সিংয়ের

English summary
BJP's Sayantan Basu criticises Students protest against CAA and Mamata Banerjee. He said Kolkata now becoming Karachi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X