For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ-র প্রচারে সমর্থনের 'বড়' পরিসংখ্যান! নাসিরুদ্দিন শাহদের শরীর রয়েছে ভারতে, আক্রমণ সায়ন্তনের

সিএএ-র প্রচারে সমর্থনের 'বড়' পরিসংখ্যান! নাসিরুদ্দিন শাহদের শরীর রয়েছে ভারতে, আক্রমণ সায়ন্তনের

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস, তাদের নেত্রী কিছু আরবান নকশাল মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর। সিএএ-র সমর্থনে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

 বিজেপির সম্পর্ক বিস্তার অভিযান

বিজেপির সম্পর্ক বিস্তার অভিযান

সিএএ নিয়ে সম্পর্ক বিস্তার অভিযান চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে। মানুষকে বলা হচ্ছে এই আইনে কী আছে। কাউকে তাড়ানোর বিষয় নেই। তবে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিষয় রয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

তৃণমূল, কংগ্রেস, সিপিএম নেতাদের বাড়িতেও প্রচার

তৃণমূল, কংগ্রেস, সিপিএম নেতাদের বাড়িতেও প্রচার

সায়ন্তন বসু জানিয়েছেন, তিনি নিজে তৃণমূল, কংগ্রেস, সিপিএম নেতাদের বাড়িতেও সিএএ-র সমর্থনে প্রচার চালাচ্ছেন।

সিএএ নিয়ে ভুল বোঝানোর অভিযোগ

সিএএ নিয়ে ভুল বোঝানোর অভিযোগ

বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস, তাদের নেত্রী কিছু আরবান নকশাল মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার পাশাপাশি আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। কোনও কাগজ, কোনও প্রমাণ ছাড়া বাংলাদেশি হিন্দু উদ্ধাস্তু হলে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 সায়ন্তন বসুর পরিসংখ্যান

সায়ন্তন বসুর পরিসংখ্যান

সায়ন্তন বসু জানিয়েছেন, যদি তারা ২৫ টি বাড়িতে যান, তাহলে ২০টি বাড়িতে তাদের সঙ্গে ভাল সহযোগিতা করা হচ্ছে। দুটি বাড়িতে বলা হচ্ছে দেখি, ভাবছি। আর বাকি তিনটি বাড়ি তেকে বলা হচ্ছে অপছন্দ কিংবা বিরোধিতার কথা।

শরীর ভারতে মন অন্য জায়গায়

শরীর ভারতে মন অন্য জায়গায়

অভিনেতা নাসিরুদ্দিন শাহ সমেত সমাজের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তি সিএএ বিরোধী চিঠিতে স্বাক্ষর করেছেন। এপ্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, এইসব লোকেদের মন অন্য কোথাও পড়ে রয়েছে। আর শরীর রয়েছে ভারতে। পাকিস্তান ভারত আক্রমণ করলে এঁরা কিছু বলেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
BJP's Sayantan Basu criticises Naseeruddin Shah and other's for their protest against CAA. He gave statistics on his programme on CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X