For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম

শাসকের সঙ্গে তাল মিলিয়ে বামফ্রন্টও তাদের প্রা্র্থীর নাম ঘোষণা করেছে। আর কংগ্রেসও জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান। কিন্তু এক্ষেত্রেও পিছিয়ে পড়ল বিজেপি।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট নিয়ে যখন জটিলতা ক্রমশই দানা বাঁধছে, তখন আরও এক ভোট দামামা বেজে গিয়েছে রাজ্যে। আগামী ২৮ মে মহেশতলা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন ঘোষণা হতেই শাসক শিবির প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। শাসকের সঙ্গে তাল মিলিয়ে বামফ্রন্টও তাদের প্রা্র্থীর নাম ঘোষণা করেছে। আর কংগ্রেসও জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান। কিন্তু এক্ষেত্রেও পিছিয়ে পড়ল বিজেপি।

মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম

[আরও পড়ুন: ভেন্টিলেশন থেকে বের হল কমিশন! কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট][আরও পড়ুন: ভেন্টিলেশন থেকে বের হল কমিশন! কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট]

কিন্তু কে হবেন মহেশতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী? তা নিয়ে চর্চার অন্ত নেই। এবার আর উলুবেড়িয়া-নোয়াপাড়ার মতো ঘটনা ঘটুক, তার পুনরাবৃত্তি চাইছে না বিজেপি নেতৃত্ব। তাই ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিজেপি, এমন আভাস মিলেছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। আপাতত স্থির হয়ে গিয়েছে যে তিন নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, তাতে রাজকমল পাঠকের নামই চূড়ান্ত হয়েছে। শীঘ্রই মহেশতলা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি।

[আরও পড়ুন:কমিশনের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়! একদফায় ভোট আটকানো যেত, বার্তা হাইকোর্টের ][আরও পড়ুন:কমিশনের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়! একদফায় ভোট আটকানো যেত, বার্তা হাইকোর্টের ]

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনটি নাম পাঠিয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, সেই তালিকায় থাকা তিনজনের মধ্যে মূল লড়াই ছিল রাজকমল পাঠক ও কার্তিক ঘোষের মধ্যে। রাজমহল পাঠক বিজেপির সহ সভাপতি, আবার ডায়মন্ড হারবার কেন্দ্রের মহাপালক তিনি। অন্যদিকে কার্তিক ঘোষ গতবারের বিজেপি প্রার্থী এই কেন্দ্রে।

এই কেন্দ্রে গতবার বিজেপি ভোট পেয়েছিল ১৬ হাজার। তবে বিজেপি নেতৃত্ব মনে করছে মহেশতলা কেন্দ্রে এবার তাঁরা অন্যরকম একটা ফল করতে চলেছে। তাই প্রার্থী পরিবর্তন করে তাঁরা চমকে দিতে চাইছেন। সেই হিসেবেই কার্তিক ঘোষের পরিবর্তে রাজকমল পাঠকের নামেই সিলমোহর সম্ভাবনা প্রবল মহেশতলায়।

কাকে দল শেষপর্যন্ত টিকিট দেবে, তা স্থির করবে কেন্দ্রীয়য় নেতৃত্ব। সেইমতোই মহেশতলা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এবার দেরি করতে চাইছে না বিজেপি। ইতিমধ্যেই চূড়ান্ত নাম এসে গিয়েছে, তাদের হাতে। ফলস্বরূপ যে কোনও মূহূর্তে তা ঘোষণা হয়ে যেতে পারে। উল্লেখ্য, বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে এই কেন্দ্রে ভোট হচ্ছে। তৃণমূল প্রার্থী হয়েছেন দুলাল দাস, বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরী।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ অন্ধকার! বাহিনী-যুদ্ধ প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েও নিস্ফলা ][আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ অন্ধকার! বাহিনী-যুদ্ধ প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েও নিস্ফলা ]

English summary
BJP’s sate vice President Rajkamal Pathak can be candidate of Maheshtala By Election. BJP don’t want to late to announce tne candidate name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X