For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতবহ সব্যসাচী, চোখে আঙুল দিয়ে দেখালেন তৃণমূলের ভাঙন রেখা

Google Oneindia Bengali News

নন্দীগ্রাম ও সিঙ্গুরে ১০ বছরে যা হয়েছে তা ভালো করে জানে বাংলার মানুষ। আজ এভাবেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন জোড়াফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত। উল্লেখ্য, নন্দীগ্রাম সংগ্রামের নায়ক হিসাবে আখ্যা পাওয়া শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা রাজ্য রাজনীতিতে তুঙ্গে। এই আবহে সব্যসাচীর এই ইঙ্গিতবহ মন্তব্য।

সিঙ্গুরের মাস্টারমশাই আজ আর্তনাদ করছেন

সিঙ্গুরের মাস্টারমশাই আজ আর্তনাদ করছেন

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী দত্ত বলেন, 'সিঙ্গুরে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু আজ সেখানে কি পরিস্থিতি তা বাংলার মানুষ জানে। সিঙ্গুরে মাস্টারমশাইকে নিয়ে আন্দোলন শুরু হয়েছিল৷ আজ তিনি কি আর্তনাদ করছেন, আপনারা জানেন। নন্দীগ্রামে যাকে সামনে রেখেছিলেন তিনি আজকে বেসুরে গাইছেন।'

নন্দীগ্রাম ও সিঙ্গুরে যা হয়েছে তা জানে বাংলার মানুষ

নন্দীগ্রাম ও সিঙ্গুরে যা হয়েছে তা জানে বাংলার মানুষ

এরপর তিনি আরও বলেন, 'নন্দীগ্রাম ও সিঙ্গুরে ১০ বছরে যা হয়েছে তা ভালো করে জানে বাংলার মানুষ।' এদিকে তৃণমূল কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যে আন্দোসনে নামার হুমকি দিয়েছে৷ এমনকি শাসক দলের কয়েকজন নেতা-নেত্রী হরিয়ানায় কৃষক বিক্ষোভে সামিল হতে পারেন৷ এই বিষয়ে সব্যসাচী বলেন, 'কৃষি বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর আর রাস্তায় নেমে লাভ নেই। সবাই জানে সিঙ্গুরের আজ কি অবস্থা।'

রাজ্যে কৃষি কাজ হয়নি

রাজ্যে কৃষি কাজ হয়নি

এই বিষয়ে সব্যসাচী কটাক্ষ করে বলেন, 'এখন আর তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল নেই। কৃষি বিলের প্রতিবাদে মুখ‍্যমন্ত্রী আর রাস্তায় নেমে লাভ নেই। সবাই জানে রেড রোডের আশেপাশে দোপাটি আর তুলসী গাছ ছাড়া কৃষি কাজ হয়নি।'

মমতার প্রশাসন নিয়ে চিন্তিত বিজেপি

মমতার প্রশাসন নিয়ে চিন্তিত বিজেপি

এদিকে এদিন সব্যসাচী দত্ত সব একাধিক বিজেপি নেতা রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক সভায় আমলাদের তরফে বলা হয়েছিল তাঁরা মমতা বন্দ্যোপাধ্যাকে জেতাতে সবরকম ভাবে সুনিশ্চিত করা হবে। এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনে গিয়ে সুষ্ঠ নির্বাচনের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিজেপির তরফে।

<strong>হায়দরাবাদের 'সেকেন্ড বয়' কে? তেলাঙ্গানায় 'বিরোধী' তকমা পাওয়ার লড়াই মিম-বিজেপির</strong>হায়দরাবাদের 'সেকেন্ড বয়' কে? তেলাঙ্গানায় 'বিরোধী' তকমা পাওয়ার লড়াই মিম-বিজেপির

English summary
BJP's Sabyasachi Dutta claims leaders of Singur and Nandigram Movement are standing against TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X