For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করলেন রাজীবরা, কোন ইস্যুতে কমিশনের দ্বারস্থ বিজেপি

আরও এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করলেন রাজীবরা, কোন ইস্যুতে কমিশনের দ্বারস্থ বিজেপি

  • |
Google Oneindia Bengali News

পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল ইস্যু ইতিমধ্যেই সেখানে তৃণমূলকে সমস্যায় ফেলেছে। সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়পুর কেন্দ্রের স্ট্র্যাটেজি নিয়েও বড়সড় বার্তা ইতিমধ্যেই দিয়ে এসেছেন। এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়রা ভোটের মুখে এবার ডোমজুরের তৃণমূল প্রার্থীকে নিয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন।

 রাজীবদের কোন দাবি?

রাজীবদের কোন দাবি?

জানা গিয়েছে, ডোমজুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়নে তাঁর নামকে কেন্দ্র করে বেশ কয়েকটি আপত্তি তুলেছেন রাজীবরা।

 কী ঘটেছে ডোমজুর কেন্দ্রে?

কী ঘটেছে ডোমজুর কেন্দ্রে?

বিজেপির অভিযোগ, হাওড়ার ডোমজুর কেন্দ্রের প্রার্থী কল্যাণ ঘোষের নাম কমিশনের হলফনামায় কল্যানেন্দু ঘোষ লেখা রয়েছে। অথচ তিনি কল্যাণ ঘোষ নামে প্রচার করছেন। যে স্ট্যাম্প পেপারে তিনি হলফনামা দায়ের করেছেন সেটিও কল্যাণ ঘোষের নামে কেনা। আর এই মর্মে রাজীবরা সরব হয়েছেন।

 রাজীবদের যুক্তি কী?

রাজীবদের যুক্তি কী?

রাজীব বন্দ্যোপাধ্যায়দের যুক্তি নির্বাচন কমিশনের কাছে মিথ্যাচার করছেন তৃণমূল প্রার্থী। নিজের নাম ঘিরে মিথ্যা তথ্য দিয়েছেন তৃণমূল প্রার্থী বলে অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়দের। সেই মর্মে বিজেপির দাবি এই মনোনয়ন বাতিল করা হোক।

পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন ইস্যু

পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন ইস্যু

পুরুলিয়ার জয়পুর আসনে উজ্জ্বল কুমারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে, তাঁর মনোনয়নের স্ক্রুটিনিতে কিছু ভুল থাকায় মনোনয়ন বাতিল হয়। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় এসে জানিয়েছেন, যদি ওই মনোনয়ন বতিলও হয় , তাহলেও তাঁরা পুরুলিয়ার জয়পুরের নির্দলকে সমর্থন জানাবেন। তবে বিজেপিকে একচুল জায়গা ছেড়ে দেবেন না। এরপর রাজীবদের ডোমজুড়ের প্রার্থীকে ঘিরে পদক্ষেপের পর পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে বাংলা।

প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনেই 'চর'-মুক্ত তৃণমূল, উল্টে 'লোক' ঢুকিয়ে দিয়েছেন বিজেপিতেপ্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনেই 'চর'-মুক্ত তৃণমূল, উল্টে 'লোক' ঢুকিয়ে দিয়েছেন বিজেপিতে

English summary
BJP's Rajib Banerjee reaches to EC over Domjur TMC candidate's nomination issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X