For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের মান-অভিমান ঘোচাতে টোটকা, সমন্বয়ের মন্ত্র বনসলের

সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের মান-অভিমান ঘোচাতে টোটকা, সমন্বয়ের মন্ত্র বনসলের

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নয়া পর্যবেক্ষক হয়ে এসেছেন সুনীল বনসল। তিনি এসেই বঙ্গ বিজেপির রোগ ধরে ফেলেছেন। তারপরই দিয়েছেন দাওয়াই। গেরুয়া শিবিরের ক্ষয় রোগ রোধ করতে তিনি টোটকা দিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন সমন্বয়ের মন্ত্র। আসলে বিজেপিতে যে তিন নেতা তিন ভিন্ন অভিমুখে হাঁটছেন, তা একবার সাক্ষাতেই বুঝতে পেরেছিলেন সুনীল।

কোন মন্ত্রে দু-দিনে চাঙ্গা বিজেপি

কোন মন্ত্রে দু-দিনে চাঙ্গা বিজেপি

সুনীল বনসল বঙ্গে এসে কোনও মিটিং মিছিল করেননি এখনও। জেলাতেও যাননি। শুধু একটিমাত্র মন্থন শিবির করছেন। বৈদিক ভিলেজের সেই বৈঠক থেকেই তিনি বুঝতে পেরে গিয়েছিলেন বঙ্গ বিজেপি কোন রোগে আক্রান্ত। সেইমতো তিনি দাওয়াই দেওয়া শুরু করতেই দু-দিনে চাঙ্গা বিজেপি।

বঙ্গে চাই ফুলটাইমার পর্যবক্ষক

বঙ্গে চাই ফুলটাইমার পর্যবক্ষক

সুনীল বনসল বঙ্গে পা দেওয়ার পর বলেছিলেন, বঙ্গে বিজেপির সংগঠনে একটাই সমস্যা। বাংলায় কর্মীদের থেকে নেতা বেশি। অর্থাৎ সবাই নিজেকে নেতা ভাবছেন। তার ফলে সমস্যা তৈরি হচ্ছে। তার ফলে তিনি বলেছিলেন, বাংলায় পার্টটাইম পর্যবেক্ষক দিয়ে কিছু হবে না। এখানে চাই ফুলটাইমার পর্যবক্ষক। কেন্দ্রীয় নেতৃত্ব তা মঞ্জুর করেছে।

বিজেপিকর্মীদের ঐক্যবদ্ধ করা

বিজেপিকর্মীদের ঐক্যবদ্ধ করা

সেইমতো বাংলায় পাঠানো হয়েছে মঙ্গল পাণ্ডেকে। তাঁর মাথার উপরে থাকবেন সুনীল বনসল। আর মঙ্গল পাণ্ডের অধীনে থাকবেন দুজন কো-পর্যবেক্ষক। একজন অমিত মালব্য এবং অন্যজন আশা লাকড়া। মঙ্গল পাণ্ডে অ্যান্ড কোম্পানির কাজ হবে বিজেপিকর্মীদের ঐক্যবদ্ধ করা। তাঁদের ভিতরের চ্যালেঞ্জকে সঠিক পথ দেখানো।

বিজেপি কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

বিজেপি কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

এখন বিজেপি চাইছে নবান্ন অভিযান থেকে ইতিবাচক পথে বের করে আনতে। সে জন্য সুনীল বনসল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া নেমে পড়েছেন ময়দানে। জনসভায় গুরুত্ব না দিয়ে তাঁরা নবান্ন অভিযানে আহতদের বাড়ি বাড়ি ঘুরছেন। সাহস জোগাচ্ছেন বিজেপিকর্মীদের। বিজেপি কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন।

বঙ্গ বিজেপিকে এক সূত্রে গাঁথাই লক্ষ্য

বঙ্গ বিজেপিকে এক সূত্রে গাঁথাই লক্ষ্য

২০২১-এর নির্বাচনের পর বিজেপি অনেক কর্মসূচি নিয়েছে। কিন্তু সে অর্থে কোনও কর্মসূচিই সফল হয়নি। সেই আঙ্গিকে নবান্ন অভিযান অনেক সফল। এই অভিযানকে কেন্দ্র করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছে। তবুও এখনও তিনজনকে এক দল এক নেতৃত্ব বলে মনে হয়নি। বিজেপির পর্যবেক্ষক টিমের মূল লক্ষ্য হবে বঙ্গ বিজেপিকে এক সূত্রে গাঁথা।

বঙ্গ বিজেপির এক জানালা সিস্টেম

বঙ্গ বিজেপির এক জানালা সিস্টেম

বঙ্গ বিজেপিতে এবার এক জানালা সিস্টেম চালু করতে চাইছেন সুনীল বনসল। তিনিই হলেন বঙ্গ বিজেপির এক জানালা। অর্থাৎ বিজেপির বঙ্গ নেতৃত্বের যাবতীয় দাবি এখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাবে সুনীল বনসলের মাধ্যমে। আর বঙ্গ বিজেপি নেতত্বের কাছেও কেন্দ্রীয় বিজেপির বার্তা আসবে বনসলের মাধ্যমে। বনসল চাইছেন বঙ্গ নেতৃত্বর সমন্বয়, তাহলেই ফের সাফল্যের সরণিতে ফিরতে পারবে বিজেপি।

সুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপিরসুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপির

English summary
BJP’s observer Sunil Bansal gives ‘mantra’ to build unity in Dilip Ghosh, Suvendu Adhikari and Sukanta Majumdar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X