For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রোল কল'-এও নেই নিস্তার! মমতাকে রাজনৈতিক ভ্যাকসিন দেওয়ার নিদান বিজেপির মন্ত্রীর

Google Oneindia Bengali News

'২০১৭ সালে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে ভ্যাকসিন দিয়েছিলাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভ্যাকসিন দেওয়ার পালা।' পশ্চিম বর্ধমানের অন্ডালে গিয়ে তৃণমূল সুপ্রিমোকে এভাবেই কটাক্ষ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর। তিনি আরও বলেন, 'একবার এই ভ্যাকসিন পড়লে এর মেয়াদ পাঁচ বছর।'

তৃণমূলের পাল্টা দাওয়াই

তৃণমূলের পাল্টা দাওয়াই

এদিকে এই উক্তির পাল্টা দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। বলেন, ঝাড়খণ্ডে ভ্যাকসিন আর বিহারে হাফ ভ্যাকসিন কেমন লেগেছিল? এদিকে বিধানসভা নির্বাচনের আগে একটুও সময় নষ্ট করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের বৈঠকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন৷ আগামী সোমবার, ১ ফেব্রুয়ারি থেকেই তিনি সকলকে নির্বাচনের কাজে নেমে পড়তে বলেছেন৷ এমনই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে৷

কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক

কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক

শুক্রবার কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই বৈঠক ডেকেছিলেন৷ বৈঠকে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ সেই বৈঠকেই তৃণমূল নেত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ যদিও এই বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরেই কটাক্ষ করছিল বিরোধীরা৷

দলের ভাঙন ঠেকাতে তৃণমূল নেত্রী 'রোল কল'

দলের ভাঙন ঠেকাতে তৃণমূল নেত্রী 'রোল কল'

দলের ভাঙন ঠেকাতে তৃণমূল নেত্রী 'রোল কলে' বসেছেন বলেও অনেকে শ্লেষাত্মক মন্তব্য করছিলেন৷ এদিন বিধায়ক পদ ও তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি বিজেপিতে যোগদান করবেন বলে সূত্রের খবর৷ তৃণমূলের আরও অনেকে রবিবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলেও শোনা যাচ্ছে৷

নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা

নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা

যদিও এই সব নিয়ে দলের নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের একটি সূত্রের খবর, দলীয় নেতাদের তিনি পরামর্শ দিয়েছেন যে কারা দল ছাড়ছে তা নিয়ে ভাবতে হবে না। বরং এলাকায় বেশি করে সময় দেওয়ার কথা বলেছেন মমতা। সমাজের সর্বস্তরে সকলকে পৌঁছাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন দলের নেতাদের৷

English summary
BJP's Minister from Madhya Pradesh Narottam Mishra says that Mamata Banerjee will be given 'vaccine'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X