বিজেপির ঘরে ফের করোনার থাবা, করোনা আক্রান্ত মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা
বিজেপির অন্দরে ফের করোনার থাবা বসল। এবার করোনা আক্রান্ত হলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার তিনি নিজেই টুইট করে জানান এই খবর। তিনি টুইটে জানান, তাঁর শরীরে বাসা বেঁধেছে অদৃশ্য করোনা ভাইরাস। বিগত পাঁচ দিন যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা প্রত্যেকেই করোনা পরীক্ষা করিয়ে নিন।

নিজের করোনা আক্রান্তের পাশাপাশি সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষায় পরামর্শ দেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পালের আগে বিজেপির আরও কয়েকজন নেতা-নেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় যেমন রয়েচে লকেট চট্টোপাধ্যায়, তেমনই রয়েছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজনও।

তাঁরা প্রত্যেকেই করোনা ভাইরাসতে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা প্রার্থনা করেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের রিপোর্ট এসেছে শনিবার। তিনি উপসর্গহীন রয়েছেন। এদিন হাসপাতালে ভর্তি হতে পারেন অগ্নিমিত্রা। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের পাশাপাশি বাংলাতেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এখনও করোনায় রাস টানতে ব্যর্থ সরকার।