For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মাত্র ২৭ আসন চাই মমতাকে হারাতে ! বাংলা জয়ের লক্ষ্যে অঙ্ক কষছেন মুকুল

বিজেপির ম্যাজিক ফিগার মাত্র ২৭! বাংলা জয়ের লক্ষ্যে অঙ্ক কষে ফেলেছেন মুকুলরা

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিগত বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁকেই দেখা গিয়েছে কৌটিল্যের ভূমিকা পালন করতে। নির্বাচন এলেই খাতা-পেন নিয়ে তিনিই অঙ্ক কষে বলে দিতেন, কোথায় কী দাওয়াইয়ের দরকার রয়েছে। এখন তিনি সেই কাজ করছেন বিজেপির হয়ে। মুকুল রায় বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক। বিজেপি এখন ২৭টি বিধানসভা আসন নিয়ে চিন্তা করচে।

বিজেপিকে পেতে হবে আরও ২৭ আসন

বিজেপিকে পেতে হবে আরও ২৭ আসন

মাত্র ২৭! এই সংখ্যাতত্ত্বই বাড়তি অক্সিজেন দিচ্ছে বিজেপিকে। বাংলার রঙ গেরুয়া করতে বিজেপিকে পেতে হবে আরও ২৭ আসন। তাহলেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে বিজেপি। কোন অঙ্কে তা সম্ভব। তা হিসেবে করেই জানিয়ে দিয়েছে বিজেপি। বিজেপি য়ে এবার অনেক অঙ্ক কষেই এগোচ্ছে, তা স্পষ্ট। পরিসংখ্যান ধরে ধরে অঙ্ক কষেছেন।

২০১৯-এর ফল যেমন ছিল

২০১৯-এর ফল যেমন ছিল

২০১৯ লোকসভা নির্বাচনের হিসেব তুলে ধরেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি। বিজেপি জানিয়েছে, তৃণমূলের ৪২-এ ৪২ আসন প্রাপ্তির দাবি উড়িয়ে বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল এই নির্বাচনে। তৃণমূল ৩৪ থেকে কমে ২২ হয়ে গিয়েছিল। আর কংগ্রেস ২, বামেরা ০।

ঘাটতি পূরণের লক্ষ্যেই বিজেপির অঙ্ক

ঘাটতি পূরণের লক্ষ্যেই বিজেপির অঙ্ক

২০১৯-এর ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল ১৬৪ আসনে। মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপিক অগ্রগতি ১২১টিতে। বাংলায় ম্যাজিক ফিগার পেতে দরকরা ১৪৮টি আসন। সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা কম রয়েছে ২৭টি। এখন এই ঘাটতি পূরণের লক্ষ্যেই বিজেপি অঙ্ক কষছে।

লোকসভার নিরিখে পুরসভা

লোকসভার নিরিখে পুরসভা

লোকসভা নির্বাচনের মতো বিজেপির জয়যাত্রা যদি অব্যাহত থাকে, তবে আর ২৭টি আসন হলেই তাদের চলবে। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে তাঁদের ব্যবধান হতে পারে ১৬টি আসনের। এছাড়া ১২২টি পুরসভার মধ্যে ১০১টিতে এগিয়ে বিজেপি। আর ৬টি কর্পোরেশনের মধ্যে চারটিতে এগিয়ে বিজেপি।

মাত্র তিন শতাংশের ফারাক

মাত্র তিন শতাংশের ফারাক

ভোট শতাংশের নিরিখে তৃণমূলের থেকে একটু পিছিয়ে বিজেপি। মাত্র তিন শতাংশের ফারাক ছিল তৃণমূলের। তৃণমূল পেয়েছিল ৪৩.২৮ শতাংশ ভোট। আর বিজেপি পায় ৪০.২৫ শতাংশ ভোট। তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ২,৪৭,৫৬,৯৮৫ ভোট। আর বিজেপির প্রাপ্ত ভোট ২,৩০,২৮,৩৪৩। বামেদের ভোট ৩৫,৯৪,২৮৩ (৬.২৮ শতাংশ)। কংগ্রেসের ভোট ৩২,১০,৪৮৫ (৫.৬১ শতাংশ)।

২৯টি বিধানসভা আসন বিজেপির টার্গেটে

২৯টি বিধানসভা আসন বিজেপির টার্গেটে

বিজেপির অঙ্কে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তা হল বিজেপি ১ থেকে ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছে এমন ২৯টি বিধানসভা আসন রয়েছে। এই ২৯টি আসনকে টার্গেট করেছে বিজেপি। এই টার্গেট পূরণ করলে বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে। বিজেপি এবার বিধানসভায় ১৮০ আসন টার্গেট করে এগোবে।

 দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন মমতা! একইসঙ্গে আশ্বাস দিলেন পাশে থাকার দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন মমতা! একইসঙ্গে আশ্বাস দিলেন পাশে থাকার

English summary
BJP’s magic figure is only 27 to win 2021 Assembly Election of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X