For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে বিপাকে জিতেন্দ্র তিওয়ারি! কমিশন নিল বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

পাণ্ডবেশ্বরের তাবড় নেতা হিসাবে পরিচিত জিতেন্দ্র তিওয়ারি। সদ্য তৃণমূলে বিদ্রোহ ঘোষণা করে ,বহু অধ্যায় পার করে জিতেন্দ্র তিওয়ারি শেষমেশ বিজেপিতে যোগ দেন। এরপর বিজেপির টিকিটে পাণ্ডবেশ্বরে প্রার্থী হয়ে জিতেন্দ্র তিওয়ারি এবার বড় বিপাকের মুখে।

'হাল্লা গাড়ি' নিয়ে সৌরভ পালোধিদের অভিনব প্রচার'হাল্লা গাড়ি' নিয়ে সৌরভ পালোধিদের অভিনব প্রচার

জিতেন্দ্রকে কমিশনের শোকজ

জিতেন্দ্রকে কমিশনের শোকজ

সূত্রের দাবি ,সদ্য বিজেপির হয়ে প্রচারে বেরিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি দেওয়ার সময় তাঁর এক মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বলে অভিযোগ। যার জেরে কমিশন জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করেছে।

ডেরেকদের অভিযোগ ও কমিশন

ডেরেকদের অভিযোগ ও কমিশন

এর আগে, দিল্লিতে ডেরেক ও ব্রায়ান সহ তৃণমূলের একাধিক সাংসদ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বহু অভিযোগ জানান। তারমধ্যে অন্যতম ছিল জিতেন্দ্র তিওয়ারির এক সদ্য করা মন্তব্য। যেখানে তিনি অযোধ্যায় তীর্থ ভর্মণ নিয়ে একটি প্রতিশ্রুতি দেন।

কী বলেছিলেন জিতেন্দ্র?

কী বলেছিলেন জিতেন্দ্র?

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি এক সদ্য করা মন্তব্যে বলেছিলেন যে , যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তাঁর কেন্দ্রে যে বয়স্ক মানুষরা অযোধ্যা যেতে চান তাঁদের বিনামূল্যে অযোধ্যায় নিয়ে যাবেন তিনি।

 কমিশন অভিযোগ পেয়ে কোন পথে হাঁটে?

কমিশন অভিযোগ পেয়ে কোন পথে হাঁটে?

এদিকে, জানা যাচ্ছে নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ পেয়ে , মন্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে। বক্তব্য নির্বাচনী বিধি ভঙ্গ করছে দেখেই , কমিশনের রিটার্নিং অফিসারের মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারির কাছে নির্বাচন কমিশন শোকজের নোটিস পাঠায়।

(প্রতীকী ছবি)

English summary
BJP's Jitendra Tiwari showcaused by Election commission over a comment on Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X