For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিজেপির কোনও চান্স নেই বাংলায়’! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর

এতদিন অনুব্রত মণ্ডল বলতেন, বিজেপির কোনও চান্স নেই বাংলায়। এবার সেই কথা বলছেন খোদ বিজেপি নেতাই। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষকের গলাতেই এখন আক্ষেপের সুর।

  • |
Google Oneindia Bengali News

এতদিন অনুব্রত মণ্ডল বলতেন, বিজেপির কোনও চান্স নেই বাংলায়। এবার সেই কথা বলছেন খোদ বিজেপি নেতাই। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষকের গলাতেই এখন আক্ষেপের সুর, 'বাংলায় বিজেপির কোনও চান্স নেই।' তবে কি লোকসভা ভোটের আগে রণেভঙ্গ দিল বিজেপি। তৃণমূলের সঙ্গে মহাযুদ্ধে নামার আগেই কার্যত হার স্বীকার গেরুয়া শিবিরের।

‘বিজেপির কোনও চান্স নেই বাংলায়’! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর

বাংলা দখলই বিজেপি পরবর্তী টার্গেট স্থির করেছিল নেতৃত্ব। ২০১৯ লোকসভায় বাংলা থেকে অর্ধেক আসন জিতে ২০২১-এ বাংলা দখলের লক্ষ্যে তাঁরা শান দিচ্ছিলেন অস্ত্রে। কিন্তু লোকসভা ভোটের আগে বঙ্গ নেতৃত্বের নিষ্ক্রিয়তা দেখে চরম ক্ষুব্ধ বিজয়বর্গীয় বলেই ফেললেন, এভাবে চললে বিজেপির কোনও চান্স নেই বাংলায়।

রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ বিজেপির নেতৃত্বের প্রতি। দলীয় সভায় তাই তিনি তোপ দেগেছেন। প্রশ্ন তুলেছেন, কেন হাতে ইস্যু পেয়েও আন্দোলন গড়ে তুলতে পারছেন না বাংলার বিজেপি নেতারা? এ ব্যাপারেও তাঁর মুখে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহারণ তুলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন গড়ে বাম সরকারকে নাজেহাল করে দিয়েছিলেন, বিজেপি তাদের আন্দোলনকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছে না। তাঁদের প্রতিবাদ, আন্দোলন কিছুই দানা বাঁধছে না। কার্যত নেতৃত্বের প্রতি তিনি অনাস্থা প্রদর্শন করেন।

[আরও পড়ুন: রাহুলের চেয়ে ৪০০ ধাপ এগিয়ে মোদী, ২০১৯ লোকসভা ভোট নিয়ে সামনে এল আই-প্যাকের সমীক্ষা][আরও পড়ুন: রাহুলের চেয়ে ৪০০ ধাপ এগিয়ে মোদী, ২০১৯ লোকসভা ভোট নিয়ে সামনে এল আই-প্যাকের সমীক্ষা]

পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের পর অতবড় ইস্যু পেয়েও সেই আন্দোলনকে চরম রূপ দিতে পারেনি বিজেপি। আন্দোলন হারিয়ে গিয়েছে মাঝপথে। এলাকায় একটা অবস্থান বিক্ষোভ হয়েছে। কিন্তু এই ইস্যুকে খাঁড়া করে কলকাতা অচল করে দেওয়া যেত, তা পারেনি রাজ্য বিজেপি। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্য বিজেপি ঘুমিয়ে আছে। দৃঢ় প্রত্যয় দেখা যায়নি কোন নেতার মধ্যেই। দায়সারা আন্দোলন করেই তাঁরা ক্ষান্ত।

[আরও পড়ুন:অটল পেনশন যোজনা! প্রকল্পে অংশগ্রহণ নিয়ে প্রয়োজনীয় কিছু প্রশ্ন-উত্তর একনজরে][আরও পড়ুন:অটল পেনশন যোজনা! প্রকল্পে অংশগ্রহণ নিয়ে প্রয়োজনীয় কিছু প্রশ্ন-উত্তর একনজরে]

কেন্দ্রীয় তোপের মুখে পড়ে ৬ সেপ্টেম্বর মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করিয়ে দিয়েছে, এই একটা মহামিছিল করে কিছু হবে না। চরম ক্ষুব্ধ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র মুখে তাই অনুব্রত মণ্ডলের সুর শোনা যাচ্ছে। তিনি এতদিন যেমন বলে এসেছেন এখানে বিজেপির কোনও চান্স নেই। রাজ্য বিজেপি নেতাদের নিস্পৃহতা দেখে বিজয়বর্গীয়ও এখন বলছেন, বাংলায় বিজেপির কোনও চান্স নেই।

[আরও পড়ুন: তৃণমূলের সুরেই বঙ্গ বিজেপিকে বিঁধছেন কেন্দ্রীয় নেতারা! হঠাৎ কেন মোহভঙ্গের সুর ][আরও পড়ুন: তৃণমূলের সুরেই বঙ্গ বিজেপিকে বিঁধছেন কেন্দ্রীয় নেতারা! হঠাৎ কেন মোহভঙ্গের সুর ]

English summary
BJP’s central leader Kailash Vijayvargiya seems no chance in Bengal. Kailash Vijayvargiya says that BJP should be more aggressive to achieve target in Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X