For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ভাঙন লেগেই রয়েছে, দিলীপ-গড় থেকে অনুব্রত-গড় দলবদলের হিড়িক তৃণমূলে

বিজেপি ভেঙেই চলেছে। এক দিকে দিলীপ ঘোষের খাসতালুকে বিজেপির বুথ সভাপতি দলবল নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের ডেরায় বিজেপির যুব মোর্চার সহ সভাপতিও যোগ দিলেন তৃণমূলে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি ভেঙেই চলেছে। এক দিকে দিলীপ ঘোষের খাসতালুকে বিজেপির বুথ সভাপতি দলবল নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের ডেরায় বিজেপির যুব মোর্চার সহ সভাপতিও যোগ দিলেন তৃণমূলে। বিজেপির শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলে যখন জয়প্রকাশ-রীতেশ মজুমদাররা বিদ্রোহ জারি রেখেছেন তখন পুরভোটের আগে বিজেপিতে ভাঙন তীব্র আকার নিচ্ছে জেলায় জেলায়।

দিলীপ-গড়ে ভাঙন বিজেপিতে

দিলীপ-গড়ে ভাঙন বিজেপিতে

দিলীপ ঘোষ ২৪ ঘণ্টা আগেই দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন খড়গপুরে। তারপরদিনই ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি তৃণমূলে যোগ দিলেন। খড়গপুরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মধ্যে দ্বন্দ্ব চলছে বিধানসভা নির্বাচনের পর থেকেই। সেই দ্বন্দ্বের ফলে বিজেপিতে ফাটল তৈরি হয়েই ছিল। তারপর বিজেপিতে এই ভাঙন তাৎপর্যপূর্ণ।

বুথ সভাপতি যোগ দিলেন তৃণমূলে

বুথ সভাপতি যোগ দিলেন তৃণমূলে

দিন সাতেক আগেই বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করেন। এবার সেই খড়গপুরে তৃণমূলে যোগ দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরের দলীয় নেতা-কর্মীদের নিয়ে যখন পিকনিকে ব্যস্ত দিলীপ ঘোষ, তখন দলে থাবা বসিয়ে বিজেপির বুথ সভাপতি যোগ দিলেন তৃণমূলে।

অনুব্রত-গড়ে তৃণমূল-যোগের হিড়িক

অনুব্রত-গড়ে তৃণমূল-যোগের হিড়িক

অনুব্রত-গড়ে তৃণমূল-যোগের হিড়িক
শুধু দিলীপ ঘোষের গড় খড়গপুরেই নয়, বীরভূমের রামপুরহাটেও বিজেপিতে ভাঙন ধরল। পুরভোটের মুখে বিজেপি যুব মোর্চার রামপুর হাট শহরের সহ সভাপতি নিত্যকালী মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁর হাতে পতাকা তুলে দেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। দলীয় কার্যালয়েই হয়েছিল যোগদানের অনুষ্ঠান।

জেলায় জেলায় তৃণমূলে ফিরছেন নেতারা

জেলায় জেলায় তৃণমূলে ফিরছেন নেতারা

একুশের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল বিজেপিকে পর্যুদস্ত কররা পর উল্টো খাতে বইতে শুরু করেছে হাওয়া। তৃণমূলে ঘরওয়াপসি শুরু হয়েছে। জেলায় জেলায় তৃণমূলে ফিরছেন বিজেপিতে চলে যাওয়া নেতারা। বিজেপির আদি নেতা-কর্মীরাও তৃণমূলে যোগ দিচ্ছেন। বহু ক্ষেত্রে।

বিজেপিতে থাবা বসিয়েছে তৃণমূল

বিজেপিতে থাবা বসিয়েছে তৃণমূল

অনুব্রত-গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক লেগেই রয়েছে। সেপ্টেম্বর থেকেই বিজেপি ও সিপিএম ছেড়ে দলে দেল তৃণমূলে ভিড়ছেন নেতা ও কর্মীরা। তাদের সঙ্গে সমর্থকরাও তৃণমূলমুখী হচ্ছেন। এদিন অনুব্রত-গড়ের পাশাপাশি দিলীপ-গড়েও বিজেপিতে থাবা বসিয়েছে তৃণমূল। আবার বিজেপির রাজ্যস্তরেও কোন্দল চলছে।

বিজেপির উপরমহলেও অন্তর্কলহ

বিজেপির উপরমহলেও অন্তর্কলহ

বিজেপির উপরমহলেও অন্তর্কলহ
বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে হাত মেলানোয় জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারির মতো শীর্ষসারির নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারপর বিদ্রোহ থামেনি। জয়প্রকাশ মজুদার ও রীতেশ তিওয়ারি বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়ারাও বিক্ষোভের মাত্রা বাড়াচ্ছেন। তাঁরা মতুয়া সমাবেশ করে অমিত শাহের দরবারে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন।

English summary
BJP’s booth president and youth morcha leader join in TMC before Municipal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X