For Quick Alerts
For Daily Alerts
সামনে একাধিক ইস্যু! ১৮ জুলাই রাজ্যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির
কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের নাম প্রকাশ করছে না রাজ্যে। এই অভিযোগ তুলে ফের বৃহত্তর আন্দোলনের ডাক দিল রাজ্য বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু জানান আগামী ১৮ জুলাই, প্রতিটি জেলায় ঘেরাও করা হবে বিডিও অফিস। দাবি তোলা হবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের নামের তালিকা প্রকাশের।

এদিন তিনি দাবি করেন, যেসব মানুষ আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের ওপর সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসক দল। এধরনের একাধিক ইস্যুকে সামনে রেখে চলতি মাসের ১৮ তারিখ রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল রাজ্য বিজেপি।