For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ভাঙন ধরিয়ে ১৪ নেতা তৃণমূল কংগ্রেসে, জোটপ্রার্থীর যোগদানে ভাঙন কংগ্রেসেও

বিজেপিতে ভাঙন ধরিয়ে ১৪ নেতা তৃণমূলে, জোটপ্রার্থীর যোগদানে ভাঙন কংগ্রেসেও

Google Oneindia Bengali News

২০২১ নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন আর তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্র বিজেপিতে মোহভঙ্গ হওয়ার পর তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে উত্তরবঙ্গে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবার আলিপুরদুয়ারের ৬ জন পঞ্চায়েত প্রধান-সহ ১৪ নেতা। আর শুধু উত্তরবঙ্গেই নয়, রাঢ় বাংলায় বাঁকুড়াতে্ও তৃণমূল শক্তি বৃদ্ধি করেছে এদিন।

বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে ১৪ জন নেতা তৃণমূলে

বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে ১৪ জন নেতা তৃণমূলে

সম্প্রতি বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে ১৪ জন নেতা দল ছেড়েছেন আলিপুরদুয়ারে। তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁদের সঙ্গে প্রায় শতাধিক কর্মী-সমর্থকও তৃণমূলে নাম লেখালেন। লোকসভা ভোটের আগে যেভাবে তৃণমূলকে ভাঙিয়ে ফায়দা তুলেছিল বিজেপি, এবার সেই একই কায়দায় শক্তি সঞ্চয় করছে তৃণমূল।

২০১৯-এ ভেঙেছে, ২০২১-এর আগে গড়তে চায় তৃণমূল

২০১৯-এ ভেঙেছে, ২০২১-এর আগে গড়তে চায় তৃণমূল

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আলিপুরদুয়ার কালচিনি বিধানসভা ক্ষেত্রে বিজেপিতে ভাঙন ধরে। পঞ্চায়েত প্রধান সন্দীপ এক্কা-সহ ৬ প্রধান তৃণমূলে যোগ দেন। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরাও তুলে নেন তৃণমূলের পতাকা। এভাবেই তৃণমূল পুরনো ক্ষত সারাতে চাইছে। লোকসভার আগে ও পরে উত্তরবঙ্গে ভেঙেছে তৃণমূল, ২০২১-এর আগে গড়তে চায় আবার।

৫৫০ পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে

৫৫০ পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে

এদিকে বাঁকুড়াতেও শক্তি বাড়াল শাসক দল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতা অরুণকুমার পাঠকের নেতৃত্বে ৫৫০ পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা।

প্রাক্তন কংগ্রেস প্রার্থী মমতার আদর্শে অনুপ্রাণিত

প্রাক্তন কংগ্রেস প্রার্থী মমতার আদর্শে অনুপ্রাণিত

উল্লেখ্য, এই অরুণকুমার পাঠক ২০১১ সালে কংগ্রেস-তৃণমূলের জোট প্রার্থী হয়েছিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে। এদিন তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি শ্যামল সাঁতরা, জেলা চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, ছিলেন কো-অর্ডিনেটর-সহ অন্যান্যরাও।

 দিলীপের বিকল্প তিন নাম নিয়ে ভাবনা শুরু আরএসএসের! একুশের আগে তুঙ্গে জল্পনা দিলীপের বিকল্প তিন নাম নিয়ে ভাবনা শুরু আরএসএসের! একুশের আগে তুঙ্গে জল্পনা

{quiz_271}

English summary
BJP’s 14 leaders with 6 Panchayat Pradhans join in TMC and Congress also broken
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X