মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযুক্ত প্রভাবশালী বিজেপি নেতা! অর্জুন গড়ে অন্তর্কলহ 'স্বীকার'
এখনও রাজ্যে ক্ষমতায় আসেনি বিজেপি। তারই মধ্যে গেরুয়া বাহিনীতে অন্তর্কলহ প্রকাশ্যে। এই অন্তর্কলহ দেখা দিয়েছে অর্জুন গড় বলে পরিচিত ব্যারাকপুর এলাকায়। ইতিমধ্যেই মণ্ডল সভাপতির পদ থেকে এক নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে।
অনুব্রত গড়েই গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, বোমা! 'অভিনব নির্দেশ কেষ্টার

নব্য ও পুরনো বিজেপি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার পুরনো ও নতুন বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যা নিয়ে বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ। দলের মধ্যে যে অন্তর্কলহ যে চলছে তা স্বীকার করে নিয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং। তিনি হল বড় হওয়ার দোহাই দিয়েছেন।

পদ থেকে সরানো হয়েছে বিজেপি নেতাকে
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ৫ নম্বর গ্রামীণ মণ্ডলের বিজেপি সভাপতি অলোক জানাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে।

বহিষ্কারের দাবিতে হুঁশিয়ারি
জানা গিয়েছে এলাকার পুরনো বিজেপি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, অলোক জানাকে সভাপতির পদ থেকে বহিষ্কার না করলে সবাই দল ছেড়ে চলে যাবেন।

মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ
বিজেপির একাংশের অভিযোগ পদ থেকে সরানো বিজেপি নেতা মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আরও অভিযোগ এই নেতা কুরুচিপূর্ণ কথাও বলেছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই নেতা।