For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রথযাত্রার সূচি এক ইঞ্চি পরিবর্তন নয়', সরাসরি ঘোষণা করে দিলেন দিলীপ

এদিন রথযাত্রা নিয়ে লালবাজারে প্রশাসনের সঙ্গে বৈঠক করে আসেন দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় রথযাত্রা নিয়ে হইচই যে সহজে থামার নয় তা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা ফের স্পষ্ট হয়ে গেল। এদিন রথযাত্রা নিয়ে লালবাজারে প্রশাসনের সঙ্গে বৈঠক করে আসেন দিলীপ ঘোষ। সেখানে বিস্তারিত জানানো হয়েছে। আদালতের নির্দেশ ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখে প্রশাসন নিজেদের মতামত জানাবে বলে কথা দিয়েছে।

রথযাত্রার সূচি এক ইঞ্চি পরিবর্তন নয়, লালবাজারে বৈঠকের পর ঘোষণা দিলীপের

এদিন বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ জানান, দিনের বদল হলেও সূচিতে কোনও পরিবর্তন হবে না। যেখানে যেখানে সভা করার কথা হয়েছিল, সেখানেই সভা হবে। প্রশাসন সবুজ সঙ্কেত দিলে কেন্দ্রীয় নেতৃত্বর উপস্থিতিতে রথযাত্রা হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭ সংখ্যাটি ][আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭ সংখ্যাটি ]

বিজেপির সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের তিনজন উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ জানান, যে যাত্রাপথের কথা জানিয়েছিলাম, সেই রাস্তা দিয়েই রথ যাবে। শুধু দিন পরিবর্তন হবে। প্রশাসনের অনুমতি পেলে ২-৩দিনের মধ্যেই রথযাত্রা শুরু হবে।

[আরও পড়ুন: এবার দক্ষিণে নাম বদলের হিড়িক! একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলাচ্ছে তামিলনাড়ুতে ][আরও পড়ুন: এবার দক্ষিণে নাম বদলের হিড়িক! একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলাচ্ছে তামিলনাড়ুতে ]

এদিন এই রথযাত্রাকে গণতন্ত্র বাঁচাও যাত্রা বলে নতুন নাম দেন দিলীপ। এই প্রসঙ্গে প্রশাসনিক মহলের কোনও প্রতিক্রয়া এখনও মেলেনি। আগামী শনিবারের মধ্যে আদালতে প্রশাসনের তরফে রিপোর্ট জমা করা হবে। তখন গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:৩ রাজ্যে বিজেপি হারতেই রামের 'দখল' নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার][আরও পড়ুন:৩ রাজ্যে বিজেপি হারতেই রামের 'দখল' নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার]

English summary
BJP Rath Yatra in Bengal : Bengal chief Dilip Ghosh meets officials at Lal Bazar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X