For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ওপর হামলার ঘটনার জেরে সরগরম বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক দুলাল বর

এদিন সকালে বিধানসভার কাজ শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওয়েল নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক দুলাল বর।

  • |
Google Oneindia Bengali News

গত দুদিন আগে বিধানসভায় আসার পথে আক্রান্ত হন উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনা নিয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার তোলপাড়, সরগরম হয় বিধানসভা।

বিজেপির ওপর হামলার ঘটনার জেরে সরগরম বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক দুলাল বর

এদিন সকালে বিধানসভার কাজ শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওয়েল নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক দুলাল বর। নিয়ম বহির্ভূত আচরণের কারণে এবং অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের নির্দেশ অমান্য করায় সাসপেন্ড করা হয়েছে বাগদার এই বিজেপি বিধায়ককে। একদিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলা সিবিআই হেফাজত শেষ! ফের সুপ্রিম কোর্টে আবেদন চিদাম্বরমের][আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলা সিবিআই হেফাজত শেষ! ফের সুপ্রিম কোর্টে আবেদন চিদাম্বরমের]

সূত্রের খবর, এদিন অধিবেশন চলাকালীন বিধায়ক বিশ্বজিতের ওপর হামলার ঘটনা উল্লেখ করে পয়েন্ট অব অর্ডার তোলেন বিধায়ক দুলাল বাবু। তবে অধ্যক্ষ আগে থেকেই তা তুলতে নিষেধ করেছিলে দুলাল বাবুকে । তার সত্বেও তার নির্দেশ অমান্য করায় বাগদার বিধায়ককে মার্শাল দিয়ে পাঁজাকোলা করে অধিবেশনের বাইরে করে দেওয়া হয়। এর প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন বিজেপির অপর তিন বিধায়ক।

 [আরও পড়ুন:রমিলা থাপার সিভি চাওয়ার ঘটনায় বাড়ছে ক্ষোভ, জেএনইউ মান নিয়ে উঠল প্রশ্ন] [আরও পড়ুন:রমিলা থাপার সিভি চাওয়ার ঘটনায় বাড়ছে ক্ষোভ, জেএনইউ মান নিয়ে উঠল প্রশ্ন]

English summary
BJP protested in Bengal Assembly for attacking, MLA suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X